প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের উদ্দেশে একাধিক জনদরদী প্রকল্প চালু করেছিলেন, যা বিশ্বের দরবারে বেশ নাম কিনেছে। রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ‘লক্ষ্মীর ভান্ডার’ কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি সরকারি পরিষেবা থেকে বিশেষ দফতর ইত্যাদি ক্ষেত্রে একাধিক পুরস্কার পেয়েছে। আর সেই নিয়ে একাধিক খবর উঠে আসে খবরের কাগজের পাতায়। তবে এবার সেই পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
ঘটনাটি কী?
গতকাল অর্থাৎ বুধবার বিধানসভায় টাকা দিয়ে পুরস্কার পাওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নাকি লাখ লাখ টাকা পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কিনেছে। এদিন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন এমন বিস্ফোরক বক্তব্য পেশ করায় রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
এর আগেও গত বছর লোকসভা নির্বাচনের আগে ঘাটালের তৃণমূল বিধায়ক দেবকে নিয়েও নানা বিস্ফোরক মন্তব্য করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। দেবের বিরুদ্ধে টাকার বদলে চাকরি দেওয়ার অভিযোগ করেছিল হিরণ। যা নিয়ে তুমুল জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার রাজ্য সরকারের বিরুদ্ধে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার অভিযোগ উঠল। এদিন বিজেপির বিধায়ক বলেন, “ আমার কাছে প্রমাণ রয়েছে। তথ্য প্রমাণ ছাড়া আমি কথা বলি না।”
আরও পড়ুনঃ মেডিক্যালে ভর্তির দুর্নীতি কাণ্ডে ফের তদন্তে নামল ED! সূত্র এবার আরজি কর
প্রমাণ চাইলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
লাখ লাখ টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার যে অভিযোগ হিরণ চট্টোপাধ্যায় তুলেছিলেন তার ভিত্তিতে তিনি প্রমাণ স্বরূপ বলে বসেন, “১১ লক্ষ ২৬ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা দিয়ে রাজ্য ৪০টা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। ২০২২-এর ২৫ মার্চ রেজিস্ট্রেশনের নামে টাকা দিয়েছে রাজ্য সরকার।” সেই কথা শুনে বিধানসভায় উপস্থিত থাকা সদস্যরা অবাক হয়ে গিয়েছিল। এর প্রতিবাদে সঙ্গে সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আপনি যে কথা বলছেন, তার স্বপক্ষে প্রমাণ দিন। একই সঙ্গে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও নথি দেওয়ার কথা বলেছেন। শেষে বিধানসভার বাইরে বেরিয়ে হিরণ সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন যে, “পুরো নথি আমার কাছে আছে। আমায় লিখিত দিক ওঁরা। তারপরে আমি নথি দেব।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |