সহেলি মিত্র, কলকাতাঃ দিওয়ালীর আগে কেন্দ্রীয় সরকার বিরাট বড় ঘোষণা করেছে কর্মীদের জন্য। ফের এক দফায় ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মোদী সরকার। আর এবারে এই ডিএ ৩% বৃদ্ধি করা হয়েছে। যার ফলে আগামী থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে। যদিও বাংলার সরকারি কর্মীদের কপাল এখনও খুলল না। এখনও অবধি সকলে মাত্র ১৮% হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। আর এই নিয়েই এবার পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধনা শুভেন্দু অধিকারীর
একে তো পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। অপরিদকে এখন সকলে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে কেন্দ্রের সঙ্গে অন্তত পশ্চিমবঙ্গ সরকারের ডিএ ফারাক কতটা বেশি। বুধবার শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএ নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন। আর এই পরিসংখ্যান দেখে আপনারও চোখ কপালে উঠতে পারে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
চলতি বছরের জুলাই মাস থেকেই সরকারি কর্মচারীদের ওই হারে ডিএ দেবে মোদী জীর কেন্দ্র সরকার। এর ফলে উৎসবের মরসুমে দেশের প্রায় ১.২ কোটি সরকারি কর্মী এবং… pic.twitter.com/FTawHN7PLN— Suvendu Adhikari (@SuvenduWB) October 1, 2025
বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএ ফারাক ৪০%
শুভেন্দু অধিকারী লেখেন, ‘কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি বছরের জুলাই মাস থেকেই সরকারি কর্মচারীদের ওই হারে ডিএ দেবে মোদী জীর কেন্দ্র সরকার। এর ফলে উৎসবের মরসুমে দেশের প্রায় ১.২ কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটলো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতনের ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন যা বেড়ে ৫৮ শতাংশে দাঁড়াল। দুর্ভাগ্যবশত, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র হারের ক্রমবর্ধমান তফাৎ আরো এক ধাপ বৃদ্ধি পেলো।’
তিনি একটি গ্রাফের মাধ্যমে দেখান, মোদী সরকার যেখানে ৫৮ শতাংশ ডিএ দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দিচ্ছে। তিনি লিখেছেন, ‘মমতার পার্থক্যু ৪০%।’