প্রধানমন্ত্রীদের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে ১৫৪তম বই লিখছেন মমতা, কবে মিলবে?

Published on:

mamata banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক যাত্রার অভিজ্ঞতা এবার কলমবন্দী করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বইমেলায় প্রকাশিত হবে তাঁর নতুন বই, যেখানে প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজ করার বিভিন্ন রকম অভিজ্ঞতা ও স্মৃতিচারণ উল্লেখ থাকবে।

তিনি বলেছেন, আমি সাতবার সংসদ হয়েছি। এমনকি দু’বার রেলমন্ত্রী হয়েছি। কোলমন্ত্রক, যুব কল্যাণ মন্ত্রক, মহিলা ও শিশু কল্যাণমন্ত্রক, সব দায়িত্বই সামলেছি। তাই আমাকে শেখানোর আর কিছুই নেই। আমি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি। এবার আমি লিখব, কে কেমন ছিলেন। বইমেলাতে সেই বই প্রকাশিত হবে।

কবে হবে এবারের বইমেলা?

জানা যাচ্ছে, 2026 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা 22 জানুয়ারি শুরু হবে আর 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিবছরের মতো এবারও এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই এই বইটির আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা থাকছে। উল্লেখ্য, মমতা ব্যানার্জি ইতিমধ্যেই 153টি বই লিখে ফেলেছেন। এই নতুন বইটি তাঁর 154 তম রচনা হবে।

রাজনৈতিক সফরে মমতার ঝলক

একেবারে গোড়া থেকে শুরু করা যাক। 1984 সালে যুব কংগ্রেস নেত্রী হিসেবে যাদবপুর থেকে প্রথমবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর সেবার প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এরপর 1991 সালে পিভি নরসিংহের আমলে ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছিলেন, যদিও মাত্র এক বছর পদে বহাল ছিলেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তারপর 1996-97 সালে এইচডি দেবগৌড়া ও ইন্দ্র কুমার গুজরালের আমলেও সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন। এরপর 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন তিনি। আর বিজেপির সঙ্গে জোটে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে রেলমন্ত্রী হয়েছিলেন। এমনকি পরে কয়লা মন্ত্রকের দায়িত্বও পান।

আরও পড়ুনঃ কেউ করতে পারবে না ভিক্ষা! ভারতের প্রথম ভিখারিমুক্ত রাজ্য গড়তে বিল পাস বিধানসভায়

এরপর 2009 সালে দ্বিতীয় বার ইউপিএ সরকারের আমলে মনমোহন সিংহের মন্ত্রিসভায় রেলমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি। অবশেষে 2011 সালে বাংলায় 34 বছরের বাম শাসনের ইতি টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতায় বসেন। এরপর 2014 থেকে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের আওতায় রাজ্য ও কেন্দ্রের সম্পর্কে নানারকম উত্থান পতনের সাক্ষী রয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥