বাইক ১০০ কেজি, চারচাকা কেন ৩০০০ কেজির হয়? প্রশ্ন রাহুল গান্ধীর! মজা নিল বিজেপি

Published:

Rahul Gandhi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি রাহুল গান্ধী (Rahul Gandhi) এমন এক মন্তব্য করে বসেছেন, যা শুনে হতভম্ব সকলে। হ্যাঁ, কলম্বিয়ার এক বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে কথোপকথন করতে গিয়ে তিনি হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন, একটি মোটর বাইকের ওজন 100 কেজি, তবে একটি চার চাকার ওজন 3000 কেজি, কারণ জানো? এমনকি নিজেই তিনি এই উত্তরের ব্যাখ্যা করতে শুরু করেন। তবে তাঁর এই বক্তব্য সামনে আসতেই কটাক্ষ করতে শুরু করে বিজেপি।

কলম্বিয়ায় রাহুলের বক্তৃতা

প্রসঙ্গত, বর্তমানে লাতিন আমেরিকার কলম্বিয়াতে সফর করতে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানকার ইআইএ বিশ্ববিদ্যালয় তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। আর সেখানে তিনি ইলেকট্রিক মোবিলিটি বা বৈদ্যুতিক পরিবহণের গুরুত্ব বোঝাতে গিয়ে এরকমই এক প্রশ্নই ছুঁড়ে দেন। তিনি বলেন, একটা মোটরসাইকেলের ওজন মোটামুটি 100 কেজি, আর একটা গাড়ির ওজন 3000 কেজি। পার্থক্যটা কোথায় জানো? আসলে উত্তরটা লুকিয়ে রয়েছে ইঞ্জিনে।

রাহুল বলেছেন, গাড়ির ইঞ্জিন এতটাই ভারী যে, দুর্ঘটনার সময় সেটা তোমার গায়ের উপরেই ধাক্কা খাবে। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে তুমি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যাবে। এর ফলে ক্ষতি তুলনামূলকভাবে কম হবে। এজন্যই গাড়ি ভারী আর বাইক হালকা। এমনকি তিনি আরও বলেছেন, একটি গাড়ির মধ্যে সমস্ত শক্তি ইঞ্জিনেই কেন্দ্রীভূত থাকে। তবে একটি ইলেকট্রিক গাড়িতে এই শক্তির সমস্তটা ইঞ্জিনে থাকে না। এটাই ইলেকট্রিক মোবিলিটির আসল সৌন্দর্য।

আরও পড়ুনঃ ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত টাকা! Flipkart, Amazon-র বিরুদ্ধে সরব সরকার

বিজেপির তীব্র কটাক্ষ

তবে রাহুলের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির তরফ থেকে শুরু হয় কটাক্ষের ঝড়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে লিখেছেন, এরকম বাজে কথা আগে কোথাও কখনও শুনিনি। যদি কেউ বুঝতে পারে যে উনি কি বোঝাতে চাইছেন, তাহলে আমি সত্যিই অনেকটাই খুশি হব। যদি তোমরা কিছু না বোঝো, তাহলে চিন্তা করো না। কারণ অনেকেই কিছুই বোঝেনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join