কী কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের? জানালেন চিঠিতে

Published on:

Jagdeep Dhankhar Resigned

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষের আগেই, ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। গতকাল, সোমবার, ২১ জুলাই সকালে রাজ্যসভা পরিচালনা করার পরেই সন্ধে বেলা আচমকাই ইস্তফার ঘোষণা করলেন দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হয়েছিলেন জগদীপ ধনখড়। কিন্তু কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে এবার তাই উঠে এসেছে একাধিক প্রশ্ন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উপরাষ্ট্রপতির পদত্যাগ

২০২২ সালের অগস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে সেই পদ পেয়েছিলেন তিনি। তবে বেশ কয়েক দিন ধরেই তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত মার্চেই বুকে ব্যথা নিয়ে দিল্লির AIIMS-এ ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাঁর চিকিৎসা হয়েছিল। তাই এবার স্বাস্থ্যের কথা ভেবেই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পদত্যাগ করার এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গোটা বিষয়টি জানিয়েছেন তিনি।

চিঠিতে কী জানালেন ধনখড়?

গতকাল, সোমবার, ২১ জুলাই রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জগদীপ ধনখড় জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। এছাড়াও সেই চিঠিতে তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এমনকি তিনি এও জানিয়েছেন যে, তাঁর মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্বপালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। পাশাপাশি উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এর আগে গত মাসে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে হাজির ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দর্শকাসনে ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা নৈনিতালের প্রাক্তন সাংসদ মহেন্দ্র সিং পাল। বহু দিনের পুরোনো বন্ধুকে জড়িয়ে ধরে তাঁর কাঁধে মাথা রেখেই অচৈতন্য হয়ে পড়তে দেখা যায় উপরাষ্ট্রপতিকে। শেষে তড়িঘড়ি চিকিৎসা ব্যবস্থা করা হয় তাঁর। তারপর থেকেই ধনখড়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হতে পড়ে সকলে। এমতাবস্থায় ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের অগ্রিম লিস্টে বাংলার DA মামলা, শুনানি নিয়ে আশার আলো দেখছেন কর্মীরা

ইস্তফা নিয়ে প্রশ্ন কুণালের

কারণ, গতকাল অর্থাৎ সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন জগদীপ ধনখড়। হঠাৎ করে রাতে ইস্তফার কথা কেন জানালেন তিনি। এমনকি তাঁর এই হঠাৎ ইস্তফা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তাঁর ফেসবুক পোস্টে প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনা করার পাশাপাশি এক কৌতূহল প্রশ্নবাণও ছোঁড়েন।

তিনি বলেছেন, “উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা। শুধু স্বাস্থ্যই কারণ ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতূহল থাকল।” যদিও এখনও পর্যন্ত জগদীপ ধনখড়ের শারীরিক অসুস্থতাই ইস্তফা দেওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group