প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই শুরু হবে ২৬ এর বিধানসভা নির্বাচন। এদিকে এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) সভাপতি কে হবে তা নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী সহ একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে এই বঙ্গ বিজেপি সভাপতির নমিনেশনে। এমনকি বঙ্গ বিজেপির অন্দরেও শোনা যাচ্ছে একাধিক নাম যেমন জ্যোতির্ময় সিং মাহাত, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। তবে এবার আরও একটি নাম যুক্ত হয়েছে সেই তালিকায়। যা শুনে হতচকিত সকলে।
তালিকায় উঠল নয়া নাম
সূত্রের খবর বঙ্গ বিজেপির সভাপতির তালিকায় নাম উঠে এসেছে বহরমপুরের এক সঙ্ঘ নেতার। তাঁর নাম কল্যাণ সাহা। গত লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে বিজেপির প্রার্থী ডঃ নির্মল কুমার সাহার দাদা। জানা গিয়েছে এই কল্যাণ বাবু আরএসএসের ক্ষেত্র প্রচারক রমাপদ পালের অত্যন্ত ঘনিষ্ঠও। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা কল্যাণবাবুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা সেরেছেন। আগেও রাজ্যের তাবড় বিজেপি নেতারা তাঁর বাড়ি গিয়েছেন। কিন্তু এবারের মতো দীর্ঘ বৈঠক। আর এখানেই প্রশ্ন উঠছে যে আচমকা মুর্শিদাবাদের সঙ্ঘ নেতাকে কেন তালিকায় আনা হয়েছে?
গুজব বলে জানাচ্ছেন কল্যাণ
সূত্রের খবর, সম্প্রতি ওয়াকফ বিল বিতর্কে নিয়ে মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা ঘটেছিল তাঁকেই তুরুপের তাস করতে চলেছে বিজেপি। এবং সেই কারণে সাম্প্রদায়িক কার্ডকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। সেই কারণে অনেকের ধারণা রাজ্যে বিজেপির অবস্থা আরো চমকপ্রদক করতে ওই এলাকা থেকে তাঁকে রাজ্য সভাপতি করা দলের পক্ষে বেশ ভালো হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য সভাপতির বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন কল্যাণ সাহা। তিনি জানান তাঁর বয়স ৭০। এত বয়সে এসে কোনও পদ গ্রহণ করার মানে হয়না। যদিও তালিকায় অনেকে থাকলেও কে হবেন সভাপতি তা নিয়ে এখনও কিছুই স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ এবার হাওড়া-দিঘা রুটে ছুটবে ‘মিনি’ বন্দে ভারত! কত হবে ভাড়া? জেনে নিন রুট ও স্পিড
এই প্রসঙ্গে বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক লাল্টু দাস বেশ আশাবাদী। তিনি জানিয়েছে , ‘মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা। সেখান থেকে সঙ্ঘের কাউকে যদি বিজেপি সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়, ভালোই হবে।” আবার অনেকে মনে করছেন, ‘এ রাজ্যে যখন বিজেপির কিছুই ছিল না, বিজেপির কেন্দ্রীয় স্তরের বহু নেতা, এমনকী সঙ্ঘের শীর্ষ নেতারাও অনেকে এসে কল্যাণবাবুর বাড়িতে উঠতেন। অত্যন্ত মৃদুভাষী ও সজ্জন।’ অর্থাৎ এককথায় বলা যায় যদি কল্যাণ সাহা বঙ্গ বিজেপির সভাপতি হয় তাহলে দলের একাংশ তাঁর পক্ষে থাকবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।