প্রীতি পোদ্দার, পশ্চিম মেদিনীপুর: চাঞ্চল্যকর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর অঞ্চলে। তৃণমূল পার্টি অফিসের মধ্যেই এবার প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে (Woman Attacked at TMC Party Office)। রবিবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিচার চেয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন ‘নির্যাতিতা’র স্বামী। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
ঘটনাটি কী?
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির বাস নারায়ণগঞ্জের মকরামপুর অঞ্চলে। স্বামী-স্ত্রী দুজনেই বিজেপির স্থানীয় নেতা-নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তাই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে তাঁদের বিজেপি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ উঠে আসছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে বাধ্য হয়ে ওই দম্পতি বিজেপি ছেড়ে দেন। সেকথা লিখে জানানোর জন্য গতকাল অর্থাৎ রবিবার নির্যাতিতা মহিলাটি তৃণমূল পার্টি অফিসে মুচলেকা জমা দিতে যান। আর সেখানেই অভিযোগ ওঠে যে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শিট তাঁকে ধর্ষণ করেন। এমনকি সেই ঘটনায় শক্তি ভুঁইয়া নামে আরও এক তৃণমূল কর্মী সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠে এসেছে।
বিজেপি কর্মীকে গ্রেফতার পুলিশের
জানা গিয়েছে নির্যাতিতাকে তড়িঘড়ি তৃণমূলেরই কয়েকজন উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি এখন ভর্তি রয়েছেন। এদিকে ওই মহিলার স্বামী নারায়ণগড় থানায় তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিন জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভও দেখানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে আবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি। সেই অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তারও করেছে।
আরও পড়ুনঃ হবে বিপুল আয়, মিলবে ৬০% ভর্তুকিও! মাছ চাষিদের জন্য নয়া স্কিম আনল সরকার
ঘটনার প্রতিবাদে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি জানিয়েছেন, “পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। উলটে একটি অভিযোগের ভিত্তিতে আমাদের এক কর্মীকে অন্যায়ভাবে গ্ৰেপ্তার করেছে। আমরা এই ঘটনায় হাইকোর্টে যাব। দরকার পড়লে সুপ্রিম কোর্টে যেতে দ্বিধা বোধ করব না।” এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে শাসক তৃণমূল। শাসকদলের জেলার এক নেতা বলেন, এরকম কিছু ঘটতে পারে বলে বিশ্বাস হয় না। তবে ঘটে থাকলে দোষীদের অবশ্যই সাজা হবে। এদিকে আবার বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট। তিনি বলেন, “বিজেপি লক্ষ্মীকান্ত শিটকে ফাঁসাবার লক্ষ্যে গভীর চক্রান্ত করেছে।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |