৭২ বছরের রেকর্ড ভাঙলেন যোগী আদিত্যনাথ! দীর্ঘতম মুখ্যমন্ত্রী হিসেবে নয়া নজির

Published on:

Yogi Adityanath

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে এবার রেকর্ড গড়ার প্রতিযোগিতায় উত্তীর্ণ হলেন যোগী আদিত্যনাথ! ভেঙে ফেললেন ৭২ বছরের পুরোনো রেকর্ড! একটানা মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডে নজিরবিহীন রেজাল্ট করে সমস্ত বিরোধী পার্টির নেতৃত্বদের চোখে আঙুল দিয়ে নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন উত্তরপ্রদেশের ২২ তম মুখ্যমন্ত্রী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন যোগী আদিত্যনাথ

২০১৭ সালে সমাজবাদি পার্টি এবং কংগ্রেস জোটকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করে উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিল বিজেপি৷ কিন্তু সেই সময় গেরুয়া শিবির থেকে বড় প্রশ্ন উঠে এসেছিল যে দুষ্কৃতী রাজ ও মাফিয়াদের স্বর্গ রাজ্য উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থার শিখরে কাকে বসানো হবে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেন৷ সেই সময় বিরোধীদের তরফে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করা শুরু হয়৷ কিন্তু, সেই বিরোধিতা ও সমালোচনাকে উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন যোগী ৷

নয়া রেকর্ড যোগী আদিত্যনাথের

ANI এর রিপোর্ট অনুযায়ী যোগী আদিত্যনাথ তাঁর কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান যে, তিনি টানা ৮ বছর ৪ মাস  ১০ দিনের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। এর আগে গোবিন্দ বল্লভ পন্ত সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডটি দখল করেছিলেন। এবার ৭২ বছরের সেই রেকর্ড ভাঙলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে যোগী আদিত্যনাথ গোরক্ষপুর লোকসভা আসন থেকে নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। টানা পাঁচবার গোরক্ষপুর থেকে লোকসভায় পৌঁছেছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে তিনি যে শুধু মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন তা নয়, মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি, যোগী আদিত্যনাথ গোরক্ষপুরের গোরক্ষনাথ মঠের প্রধান পুরোহিতও বটে। আসলে যোগী আদিত্যনাথের আধ্যাত্মিক গুরু ছিলেন মহন্ত অবৈদ্যনাথ। তাঁর মৃত্যুর পর যোগী আদিত্যনাথ মহন্তের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২০১৪ সাল থেকে গোরক্ষনাথ মঠের মহান্ত হিসেবে কাজ করছেন। তাই এককথায় গোরক্ষপুরের সঙ্গে আলাদাই এক নিবিড় সম্পর্ক রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: দিল্লিতে বাঙালি নির্যাতন! বাদ গেলেন না পরিযায়ী শ্রমিকের স্ত্রী, পুত্রও! ভিডিও পোস্ট মমতার

কিছুদিন আগে, প্রধানমন্ত্রীর নয়া রেকর্ড করেছিলেন নরেন্দ্র মোদি। একটানা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন নরেন্দ্র মোদি। নিমেষেই ভেঙে দিয়েছিলেন জওহরলাল নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর রেকর্ড। ইন্দিরা গান্ধী যেখানে একটানা ১১ বছর ৫৯ দিন দেশে রাজত্ব করেছেন সেখানে নরেন্দ্র মোদি একটানা ১১ বছর ৬০ দিনের রেকর্ড গড়ল। যা নিয়ে বেশ আনন্দের ঝড় উঠেছিল গেরুয়া শিবিরে। তবে এবার সেই আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group