মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার জের, এবার মমতার উপর ফুঁসে যা অভিযোগ করলেন যোগী

Published on:

Yogi Adityanath

প্রীতি পোদ্দার, লখনউ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ (Mahakumbh) যাত্রা করতে গিয়ে একের পর এক বিপদ যেন আঁচড়ে পড়ছে ভক্তদের মাঝে। কখনও পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু হচ্ছে। তো কখনও আবার সিলিন্ডার ব্লাস্ট করে একের পর এক তাবুতে আগুন লাগছে। কিছুদিন আগে আবার দেখা গেল মহাকুম্ভের পথে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। যা নিয়ে অস্থির গোটা রাজ্য রাজনীতি। আর এই আবহে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে আখ্যা মমতার!

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকেই বলে বসলেন “মহাকুম্ভের কথা বলে আর কোনো লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। তবে মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গেছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।” এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, “ধর্মের জন্য যারা এই মৃত্যু নিয়ে হাইপ তুলছেন তাদের আমি মেনে নিতে পারি না। সিরিয়াস বিষয় নিয়ে হাইপ তুলতে নেই।” তবে এবার মমতার জীবনকে মেনে নিলেন না যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনিও পাল্টা জবাব দিয়ে মমতার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন।

পাল্টা জবাব যোগী আদিত্যনাথের

আজ উত্তর প্রদেশ বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর বক্তৃতা শুরুর আগেই বলেন “মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং কুম্ভ আসার পথে বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সরকার এদের পাশে রয়েছে। যথা সম্ভব সাহায্য করব আমরা।” তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, আমরা যখন আলোচনা করছি, তখন কুম্ভে ৫৬ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিয়ো দেখাচ্ছেন, তারা ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে তুঙ্গে তরজা, ‘বুকের পাটা’ তুলে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

মমতাকে কটাক্ষ করলেন শিবরাজ সিং চৌহানও

এছাড়াও যোগী আদিত্যনাথ এদিন বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিহীন অভিযোগ করছেন। উনি সনাতন ধর্মের সবথেকে বড় উৎসবের অপমান করছেন। সনাতন ধর্মের অনুষ্ঠান পালন করা যদি অপরাধ হয়ে থাকে, তবে সরকার এই অপরাধ করবে। এটা বিজেপি সরকারের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে মহাকুম্ভের সঙ্গে যুক্ত থাকতে পেরেছে। আমরা নিজেদের দায়িত্ব জানি। গোটা দেশ ও বিশ্ব মহাকুম্ভে অংশ নিয়েছে তাই এই সব মিথ্যা প্রচারে কান দেবেন না।” আর এক্ষেত্রে যোগী আদিত্যনাথ এর পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। যাঁরা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন, তাঁরা নিজেরাই নিজেদের লোকসান করছেন।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group