প্রীতি পোদ্দার: জ্যোতিষ শাস্ত্রে শনি দেবকে একদিকে যেমন নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। ঠিক তেমনই অন্যদিকে শনি দেবকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। যে ব্যক্তির রাশিতে শনি দোষ থাকে, তাঁদের জীবন নানান সমস্যায় ভরে যায়। তাকে শনির দশা, মহাদশার কষ্ট সহ্য করতে হয়। অন্যদিকে তেমনই ব্যক্তির কাজের ন্যায়বিচার করে তাঁদের ফলাফল প্রদান করে শনি। শনি মানুষকে শৃঙ্খলা, ধৈর্য ধরতে শেখান। শনি কঠোর পরিশ্রমকারী এবং শৃঙ্খলাবদ্ধ লোকদের পছন্দ করেন। সম্প্রতি জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর দীপাবলির পরেই বেশ কয়েকটি রাশির জীবনে শনি দেবের আশীর্বাদ এবং সুপ্রভাব পড়তে চলেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
মীন রাশি
এই রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সুপ্রভাব পড়তে চলেছে৷ অতীতে হারিয়ে যাওয়া সম্বল নতুন ভাবে নতুন রূপে ফিরে আসতে চলেছে। আর্থিক উন্নতি তো হবেই, সমাজে মান সম্মানও বৃদ্ধি পাবে৷ অর্থের কোনও অভাব থাকবে না৷ পরিবারের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে।
কুম্ভ রাশি
শনি কুম্ভ রাশির ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল করবেন এবং যে কোনও বড় ইচ্ছা পূরণ করতে সহায়তা করবেন। বহু দিনের প্রতীক্ষিত ভ্রমণের পরিকল্পনা সাফল্য লাভ করবে। বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হতে পারে। আয় ভালো হবে। সম্মান ও প্রতিপত্তি বাড়বে।
মিথুন রাশি
মিথুন রাশিতে শনিদেব ভরপুর আশীর্বাদ করতে চলেছেন। তার প্রভাব কিছুদিন পরেই এই রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন। অনেকদিনের বাঁধাপ্রাপ্ত কাজ সু সম্পন্ন হবে। আয়ের নতুন উৎস উন্মোচিত হবে। ব্যবসা লাভের মুখ দেখবে। চাকরিতে নতুন পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থের আগমনে মনে স্বস্তি ফিরে আসবে।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি হলেন শুক্রদেব। এবং শনি-শুক্র এই দুই মিত্র গ্রহ। এই কারণে বৃষ রাশির জাতকদের প্রতি শনি সর্বদা সদয় থাকেন। এই সময় আপনার সব কাজ সফল হবে। জীবনে আকস্মিক অর্থলাভ ঘটবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। আপনার ভাগ্য আপনার প্রতি খুব সদয় হবে। পরিবারের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।