চন্দ্রাধি যোগ, সুকর্মা যোগে ভাগ্য খুলে যাবে এই ৫ রাশির, আজকের রাশিফল ১ ডিসেম্বর

Published on:

ajker rashifal

আজ ১ ডিসেম্বর অর্থাৎ মাসের প্রথম দিনটাই অনেকের জন্য বিশেষ হতে চলেছে। এদিন চন্দ্রাধি যোগ, সুকর্মা যোগ সহ অনেক উপকারী যোগ তৈরি হচ্ছে, যার কারণে মেষ, কর্কট, মকর এবং অন্যান্য ৫ রাশির জন্য শুভ হতে চলেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক রবিবার কেমন যাবে এই রাশিগুলির জন্য। জেনে নেওয়া যাক আজকের রাশিফল, কার ভাগ্যে কী লেখা রয়েছে তার সম্ভাব্য পূর্বাভাস।

WhatsApp Community Join Now

মেষ- এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো কাটবে। সকালের দিকে পেয়ে যেতে পারেন মন ভালো করা কোনও খবর। ছুটির দিন হলেও হাতে কাজ থাকবে। প্রয়োজনে কিছু দৌড়ঝাঁপ করতে হতে পারে। নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

বৃষ- বাড়তি উপার্জনের উপায় খুঁজতে থাকুন। নতুন কাজের জন্য চেষ্টা চালাতে পারেন। পড়ুয়াদের জন্য দিনটা শুভ। ভালো কোনও কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। হঠকারী কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দিনটা মন্দ যাবে না।

মিথুন- সম্পত্তি কেনাবেচার ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় লাভে উপকৃত হতে পারেন। সমস্যার কারণ হতে পারেন দূর সম্পর্কের কোনও আত্মীয়। নিজের আবেগকে আরও বেশি করে সংযত করা উচিৎ।

কর্কট- দূরে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে প্রিয়জনের সঙ্গে আলোচনা হতে পারে। জমি বেচাকেনা সংক্রান্ত আলোচনা চূড়ান্ত রূপ নিতে পারে। অহেতুক ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। মাথা ঠাণ্ডা রাখুন। পরিস্থিতি আপনার দিকেই যাবে।

সিংহ- অপ্রত্যাশিত কোনও কারণে বিচলিত হয়ে পড়তে পারেন। তবে দিশেহারা হওয়ার প্রয়োজন নেই। সমাধান পেয়ে যাবেন দ্রুত। অপেক্ষা করে রয়েছে ভালো কোনও খবর। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাছের মানুষের পরামর্শ নেওয়া দরকার।

কন্যা- পেটের সমস্যার কারণে কাজের গতি শ্লথ হয়ে যেতে পারে। দ্রুততার সঙ্গে কাজ করতে গেলে বিপত্তির সম্ভাবনা রয়েছে। এখনই কোথাও বাড়তি বিনিয়োগ না করাই ভালো। বন্ধুদের সঙ্গে কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে পারেন।

তুলা- বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকতে পারে। শিল্পীদের সামনে বড় কোনও সুযোগ চলে আসতে পারে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে কাছের কোনও মানুষ। অফিসে কাজের জন্য সুখ্যাতি লাভ করতে পারেন।

বৃশ্চিক- বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তা থাকলে পরিস্থিতি সামলে উঠতে পারবেন। অহেতুক বাক্য ব্যয় না করাই ভালো। প্রয়োজনে নিজেকে আরও বেশি করে সময় দিন। স্ত্রীকে পাশে পাবেন।

ধনু- মনের ওপর চাপ বাড়তে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। চট করে অপরিচিত কোনও মানুষের ওপর ভরসা না করাই ভালো। শ্ত্রুপক্ষের কারণে কাজের গতি রুদ্ধ হতে পারে। নিজের বুদ্ধির ওপর ভরসা করুন।

মকর- নতুন কোনও সামগ্রী কিনতে পারেন। জমিয়ে রাখা ছুটির সদ্বব্যবহার করার ব্যাপারে ভাবতে পারেন। বিনা কারণে অন্যের কোনও বিষয়ে নাক না গলানোই ভালো। মোটের ওপর আজকের দিনটা এই রাশির জাতক জাতিকাদের জন্য চলনসই হতে চলেছে।

কুম্ভ- বয়সে ছোটোদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। নতুন কাজের খোঁজ পাওয়ার ফলে মনে বাড়তি বল পেয়ে যেতে পারেন। গুরুজনের পরামর্শ মেনে চললে ক্ষতির আশঙ্কা কম। নিজের শরীরের যত্ন নেওয়ার দরকার রয়েছে।

মীন- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা উল্লেখযোগ্য হতে পারে। অল্প কিছু বাড়তি বিনিয়োগ করে দেখতে পারেব। তবে লটারি কিংবা ফাটকাবাজির দিকে না ঝোঁকাই ভালো। পায়ের সমস্যার কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X