সূর্যদেবের কৃপায় বদলে যাবে এই ৫ রাশির ভাগ্য, আজকের রাশিফল ১০ই ডিসেম্বর

Published on:

10th december rashifal

শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর মঙ্গল ও শুক্রের মধ্যে সমপ্তক যোগ গঠিত হচ্ছে। এছাড়াও মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি এবং এই দিনে সমসপ্তক যোগের সঙ্গে রবিযোগ এবং উত্তরভদ্রপদ নক্ষত্রের শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে, যা আজকের দিনের গুরুত্বও বাড়িয়ে তুলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ, কর্কট, সিংহ সহ বাকি পাঁচটি রাশির জাতকরা এই শুভ যোগের উপকারিতা পেতে চলেছেন। সেইসঙ্গে রামভক্ত হনুমানজির আশীর্বাদও পাবেন, যা এই ৫ রাশিচক্রের দিন ভালো করে দেবে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাটা দিন আপনাদের কেমন কাটবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেষ- নতুন উদ্যমের সঙ্গে শুরু করুন নতুন দিন। আজ কোনও ভালো খবর আপনার মন ভালো করে দিতে পারে। পড়ুয়াদের জন্য দিনটা মধ্যম মানের হতে চলেছে। যারা চাকরি করছেন, তাঁরা নিজের কাজের প্রতি আরও মনোযোগ দিন। আগামী দিনে উন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃষ- দিনের শুরুর দিকে কাজের চাপ হালকা থাকবে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসায় মোটামুটি অর্থ সমাগম হতে থাকবে। নতুন করে বিনিয়োগের সম্ভাবনা আপাতত নেই। কর্মক্ষেত্রে বদলের আশা এখন না করাই ভালো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিথুন- কর্মক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট থাকবে। সেই অনুযায়ী অর্থাগম হতে পারে ধীর গতিতে। নিজেকে আরও বেশি করে সময় দিন। পরিবারের সঙ্গে সময় কাটান। স্ত্রী সন্তানের সঙ্গে ভালো সময় কাটানোর ফলে মনে আসবে খুশির রেশ।

কর্কট- বাড়ির বাইরে সুনাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে আপনার বুদ্ধি হতে চলেছে আরও ক্ষুরধার। কঠিন সময়ের মধ্যেও মাথা ঠাণ্ডা রাখার কৌশল রপ্ত করবেণ অচিরেই। বছরের শেষের দিনে কিছুটা চাপ থাকবে। তবে কষ্টের ফল পাবেন খুব তাড়াতাড়ি।

সিংহ- ব্যবসার কাজের সঙ্গে যুক্ত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা স্বাভাবিক থাকতে চলেছে। বিগত কয়েক দিনের তুলনায় আজ অর্থভাগ অনেকটাই ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কাজের সূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন।

কন্যা- অপরিচিত কোনও ব্যক্তির কাছ থেকে  পাওয়া পরামর্শ কাজে লাগতে পারে। অনেক দিনের আটকে থাকা কোনও কাজের অবসান ঘটতে চলেছে। দেরিতে হলেও, দিনের শেষে ইতিবাচক ফল পেয়ে মন আনন্দে ভরে উঠবে। পড়ুয়াদের জন্য আজকের দিনটা একটু কঠিন হতে পারে।

তুলা- বাড়ির বাইরে কোনও ঝামেলার মধ্যে নিজেকে না জড়ানো ভালো। প্রয়োজনের অতিরিক্ত শব্দ খরচ করে ক্ষতি বৈ লাভের সম্ভাবনা কম। আপাতত বিনিয়োগ থেকে খুব বেশি লাভের আশা করা ঠিক হবে না। গুরুজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন।

বৃশ্চিক- নতুন কাজের জন্য সন্ধান শুরু করতে পারেন। খুব তাড়াতাড়ি ফল না পেলেও চেষ্টা চালিয়ে যান। মনে অবসাদ আসতে না দেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিক দিকে মন ঝুঁকতে পারে। পরিবারে টাকাপয়সা নিয়ে কিছুটা সমস্যা থাকবে।

ধনু- শারীরিক সমস্যার কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন। ঠাণ্ডা গরমের হাত থেকে নিজেকে রক্ষা করুন। তৃতীয় ব্যক্তির কারণে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে। অর্থ ভাগ্য চলনসই। অতিরিক্ত খরচ করার আগে বারবার ভেবে দেখুন।

মকর- যারা গবেষণার সঙ্গে যুক্ত তাঁদের জন্য আজকের দিনটা ইতিবাচক প্রমাণিত হতে পারে। দিনের শুরুতে মনে অস্থিরতা কাজ করলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন পথ খুঁজে পেয়ে যেতে পারেন। ব্যবসার কাজে কিছুটা ভাটার টান। কোনও বিষয়েই অতিরিক্ত লোভ করার ফল ভালো না-ও হতে পারে।

কুম্ভ- ভাইবোনের সঙ্গে কিছুটা মনোমালিন্য হতে পারে। বাড়িতে থাকতে পারে ছাপা উত্তেজনা। অশান্তি এড়ানোর জন্য মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। চাকরি ক্ষেত্রে সম্মানহানির আশঙ্কা রয়েছে। টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা তেমন না থাকলেও কোথাও বিনিয়োগ না করাই ভালো।

মীন- শত্রুপক্ষের কারণে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অযাচিতভাবে কোনও ব্যাপারে নাক না গলানোই ভালো। নতুন কাজের জন্য অনুসন্ধান জারি রাখতে পারেন। গুরুজনের শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group