শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ ফের একবার বদলে যেতে চলেছে অনেকের ভাগ্য। ১৩ ডিসেম্বর শুক্রবার কৃতিকা নক্ষত্রে ও দেবী লক্ষ্মীর আশীর্বাদে মিথুন ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অনেক উন্নতি করবেন। অনেকে অর্থ লাভ করবেন এবং ভাগ্য অনেকের ব্যবসায় সমর্থন করবে। অনেকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে কাটবে এবং কিছু জন কাঙ্ক্ষিত উপকারে খুশি হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক জে মেষ রাশি থেকে মীন রাশির জাতকদের দিনটার কেমন কাটবে।
মেষ- আজ আপনি কোনও পুরানো বিনিয়োগ থেকে ভাল টাকার লাভ পেটে পারেন। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। টাকা পয়সার মুখ দেখবেন।
বৃষ- আজ প্রেম জীবনে অতীতের বিষয় না তোলাই ভাল। আপনি অর্থ উপার্জন করতে পারেন। অপ্রয়োজনীয় চাপ নেবেন না। নিজের প্রয়োজনের দিকে খেয়াল রাখুন। অর্থের দিক দিয়ে আপনার সঙ্গীর কাছ থেকে পরামর্শ নেওয়া লাভজনক হবে।
মিথুন- আজ জীবনে আলোড়ন উঠবে। দায়িত্ব নেওয়ার পাশাপাশি মাঝে মুধ্যে বিরতিও নিন। যেখানে টাকা আসবে, সেখানে ব্যয়ও বাড়বে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। আজ অফিসে কাজের চাপ থাকবে।
কর্কট- আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। কাউকে আর্থিকভাবে সাহায্যও করতে হতে পারে। যাঁরা লং ডিসট্যান্সে থাকেন, তাঁদের উচিত সম্পর্ক মজবুত করার দিকে নজর দেওয়া।
সিংহ- আজ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। প্রেম ভাগ্য ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের সমাধান হতে পারে। আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে দৃঢ় সমর্থন পাবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আপনার আচরণ সিনিয়রদের মুগ্ধ করবে।
কন্যা- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে, সাবধানতার সঙ্গে চিন্তা করুন এবং প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন।
বৃশ্চিক- আজ বৃশ্চিক রাশির দিনটা খুব একটা ভালো কাটবে না। সম্মান হানি হতে পারে। সেইসঙ্গে অতিরিক্ত টাকা খরচঅ হতে পারে। রাস্তায় সাবধানে চলাফেরা করবেন সেইসঙ্গে সাবধানে গাড়ি চালাবেন। নইলে বিপদ ঘটতে পারে।
ধনু- আজ স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে দশবার ভেবে নিন।
তুলা- আকস্মিকভাবে ধন প্রাপ্তি হতে পারে। এতে আপনার মন উৎফুল্ল থাকবে। সন্তানের পক্ষ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। সেইসঙ্গে নতুন করে কিছু শুরু করতে পারেন। কোথাও দূর ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। স্বাস্থ্য খুবই ভালো থাকবে। পরিবার এবং জীবনসঙ্গীর সমর্থন পাবেন।
মকর- আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। প্রেম ভাগ্যও আজ এই রাশির জাতিকাদের ভালোই থাকবে মোটের ওপর। আজ ভালো টাকা উপার্জন করতে পারেন। তবে আয়ের থেকে আজ বেশি ব্যয়ের সম্ভাবনা তৈরী হয়েছে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন।
কুম্ভ- আজ ভাগ্য আপনার সঙ্গে থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কেরিয়ারের সঙ্গে জড়িত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতক জাতিকারা। যারা চাকরি করেন এবং ব্যবসা করেন তাঁদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে।
মীন- আজ এবং আগামী কয়েকদিন এই রাশির জাতক জাতিকাদের কপাল খুবই ভালো হতে চলেছে। কেরিয়ারে সব সমস্যা দূর হবে। এছাড়া সম্পর্কে সবরকম জতিলতার দ্য এন্ড হবে। ভালো টাকা উপার্জন করার সম্ভাবনা। সন্তানের দিকে একটু মনোযোগ দিন।