আজ ১৮ জানুয়ারি শনিবার পড়েছে। আর শনিবার মানেই হল ভগবান শনিকে স্মরণ করার দিন।আজকের রাশিফল (Ajker Rashifal) অনুসারে, আজ শনিবার রাজযোগে বৃষ ও তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং সব কাজে সাফল্য পাবেন।
মেষ- মেষ রাশির জাতকরা আজ খুশি থাকবেন। পারিবারিক জীবন সুখের হবে। সম্পত্তি বৃদ্ধি হতে পারে। বন্ধুর সাহায্যে নতুন ব্যবসা শুরু করা সম্ভব হতে পারে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
বৃষ- বৃষ রাশির জাতকদের মন আজ অস্থির থাকবে। আত্মবিশ্বাসের অভাব হবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আপনি প্রেম এবং সন্তানদের সমর্থন পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সাহচর্য পাবেন। চাকরির সুযোগের জন্য আরো কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
মিথুন- মিথুন রাশির জাতকদের আজ তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। ব্যবসায় বৃদ্ধি হবে ও লাভও বাড়বে। যানবাহন কেনার যোগ তৈরী হচ্ছে। মায়ের স্বাস্থ্যেরও যত্ন নিন। পরিবারে বৃদ্ধি হবে।
কর্কট – কর্কট রাশির জাতকদের আজ তাদের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা উচিৎ। ভুলেও অশ্লীল শব্দ ব্যবহার করবেন না। বড়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন। জমি, ভবন ও যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। কাছের মানুষের সহযোগিতায় ব্যবসায় উন্নতি হবে।
সিংহ- সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পেতে পারেন। আয়ের নতুন উৎসও খুলবে। প্রিয়জনের সঙ্গ থাকবে। চাকরিতে ভালো সুযোগ পাবেন।
কন্যা- কন্যা রাশির জাতকদের আজ তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। ব্যবসায় বৃদ্ধি হবে। আর্থিক লাভও বাড়বে। মায়ের স্বাস্থ্যেরও যত্ন নিন। মানসিক সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো।
তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক অবস্থা শক্তিশালী থাকবে। নতুন ব্যবসাও আসতে পারে। স্বাস্থ্য আগের চেয়ে ভালো। প্রেম এবং সন্তানদের কাছ থেকে সমর্থন থাকবে। প্রেম জীবনে উন্নতি হবে। আর্থিক অবস্থাও আগের থেকে ভালো হবে।
বৃশ্চিক- আজ বৃশ্চিক রাশির দিনটা খুব একটা ভালো কাটবে না। সম্মান হানি হতে পারে। সেইসঙ্গে অতিরিক্ত টাকা খরচঅ হতে পারে। রাস্তায় সাবধানে চলাফেরা করবেন সেইসঙ্গে সাবধানে গাড়ি চালাবেন।
ধনু- আজ স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে দশবার ভেবে নিন। আজ কাউকে ভুলেও টাকা ধার দিতে যাবেন না। শরীর ভালো থাকবে। আজ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মকর- আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। প্রেম ভাগ্যও আজ এই রাশির জাতিকাদের ভালোই থাকবে মোটের ওপর। আজ ভালো টাকা উপার্জন করতে পারেন। তবে আয়ের থেকে আজ বেশি ব্যয়ের সম্ভাবনা তৈরী হয়েছে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন।
কুম্ভ- আজকের দিনটা আপনার মোটামুটি কাটবে। কর্মজীবী মানুষের কথা বললে আজ অফিসে আপনার প্রচুর কাজের চাপ থাকবে, ক্লান্তবোধ করবেন। আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। আজ ব্যবসায়ীদের দিন খুব একটা ভালো কাটবে না।
মীন- যারা চাকরি করেন তাঁরা অফিসে চাকরি সম্পর্কিত কিছু সমস্যার মুখোমুখি হতে হতে পারেন। যে কারণে সারাদিন আপনার মন ভালো থাকবে। আজ আপনার শরীর ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ ভালো টাকা উপার্জন করবেন। আপনার পরিবারে সবকিছু ঠিক থাকবে।