শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ শুক্রবার ২০ ডিসেম্বর রবিযোগের মতো একটা শুভ যোগ তৈরী হয়েছে। এই রবিযোগে দেবী লক্ষ্মীর কৃপায় কন্যা ও তুলা রাশির জাতক-জাতিকারা ব্যবসায় সাফল্য পাবেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। অনেকের পরিকল্পনা সফল হবে এবং সমাজে সম্মান বাড়বে। ব্যবসা ক্ষেত্রে কিছুজনের জন্য দিনটি লাভজনক হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ মেষ রাশি থেকে মীন রাশির জাতক-জাতিকাদের সারাটাটা দিন কেমন কাটবে।
মেষ- গোটা দিনটা কাটবে কাজের মধ্যে দিয়ে। সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। বছরের শেষে ভালো কোনো খবর পেতে পারেন। কাছেপিঠে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আসতে পারে সুখবর।
বৃষ- দ্রুততার বদলে কাজ করুন বুদ্ধির সঙ্গে। নিজের বুদ্ধির জোরেই পেয়ে যাবেন সাফল্য। তবে এখনই বড় কোনো কিছু নিয়ে প্রত্যাশা না করা ভালো। আর্থিক ভাগ্য মোটামুটি। খরচ করুন বুঝেসুঝে।
মিথুন- পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। নতুন কিছু কেনাকাটির ব্যাপারে হতে পারে আলোচনা। বন্ধু ভাগ্য ভালো। কাজের চাপ থাকবে। কারো ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো। নিজের ওপর আস্থা রেখে এগিয়ে চলুন।
কর্কট- সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা থাকবে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। নিজের দক্ষতা আরো বৃদ্ধি করার চেষ্টা করুন। আরো পরিণত বুদ্ধির সঙ্গে পরিস্থিতি সামাল দিন। অফিসে সুখ্যাতি বৃদ্ধি।
সিংহ- সকাল থেকে কাজের চাপ ভালোই থাকবে। কাজের জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটতে পারে। নতুন দায়িত্ব সামলানোর জন্য নিজের মনকে তৈরী রাখুন। আগামী দিনে ভালো কোনো খবর পেতে পারেন।
কন্যা- যারা ব্যবসা করছেন তাঁদের জন্য দিনটা শুভ হতে পারে। সকালের দিকে আয় তুলনামূলক কম হলেও পরের দিকে মুনাফা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। আগে থেকে ভেবে রাখা পরিকল্পনা কাজে নাও দিতে পারে। বিনিয়োগের ভাবনা স্থগিত রাখুন।
তুলা- সময়ের সঙ্গে নিজেকে নমনীয় করার চেষ্টা করুন। নতুন কাজের জন্য চেষ্টা চালিয়ে যান। এখনই পুরোনো কাজ না ছাড়া ভালো। পরিবারের কথা মাথায় রাখুন। চাপ থাকলেও মাথা গরম করবেন না। নিজের আচরণের প্রতি নজর দিন।
বৃশ্চিক- শারীরিক সমস্যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। গুরুজনদের পরামর্শ মেনে কাজ করার চেষ্টা করুন। দরকারের সহকর্মীর কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা বোধ করবেন না। নিজের সমস্যার কথা কাছের মানুষদের কাছে খুলে বলুন।
ধনু- নতুন করে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। আপাতত পার্টনারশিপ করে ব্যবসা না করা ভালো। শেয়ার বাজার অধিক নিবেশ সমস্যার কারণ হতে পারে। ফেলে রাখা কাজ সময়ের আগে শেষ করার চেষ্টা করুন।
মকর- নতুন বছর শুরু করার আগে কিছু অর্থ খরচ হতে পারে। মাসের শেষে দিকে আর্থিক বিষয়ে দুশ্চিন্তা। চাকরি ভাগ্য খারাপ না। অর্থের আগমন হতে থাকবে। রাশ না টানলে খরচ হবে পাল্লা দিয়ে। বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ- কাজের গতি কিছুটা ধীর হতে পারে। শরীরিক সমস্যার কারণে অর্থ ব্যয়। গুরুজনের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা। অপ্রত্যাশিত কারো কাছ থেকে সাহায্য পেয়ে যেতে পারেন। খাওয়া দাওয়া করুন নিয়ম মেনে।
মীন- সমস্যা দূর হওয়ার ইঙ্গিত পেতে পারেন। হাতে এসে পৌঁছাতে পারে বাড়তি টাকা। ব্যবসার দিকে ঝোঁক বাড়তে পারে। এখনই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। হিসেব কষে তবেই নতুন কাজে হাত দিন। সন্তানের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখুন।