গৌরী যোগে ভাগ্য ফিরছে এই ৫ রাশির, আজকের রাশিফল ২০ নভেম্বর

Published on:

ajker rashifal

আজ বুধবার, ২০ নভেম্বর চন্দ্র মিথুন রাশিতে গোচর করতে চলেছে, কর্কট রাশি চন্দ্রের স্ব-রাশি, তাই এদিন গৌরী যোগ গঠিত হচ্ছে। এছাড়াও মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এবং এই দিনে গৌরীযোগের সঙ্গে শুভযোগ ও পুনর্বাসু নক্ষত্রের শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে, যা আজকের গুরুত্বও বাড়িয়ে দিয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এদিন যে শুভ যোগ তৈরি হতে চলেছে তাতে ৫টি রাশির উপকার হতে চলেছে। আবার আজ অনেকেরই হয়তো পরিকল্পনা মতো দিন কাটবে না। শ্ত্রুপক্ষের বাধায় আটকে যেতে পারে কাজ। তবে আশার আলো রয়েছে। ভালো খবরও কিছু পেয়ে যেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেষ- এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা ভালো। দিনের মধ্যভাগে প্রত্যাশিত কোনও সংবাদ পেতে পারেন। কাজের চাপ মোটামুটি থাকবে। বিকেলের পর বাড়তি স্বস্তি পাওয়ার সম্ভাবনা। টাকাপয়সা নিয়ে নতুন করে হিসেব করতে হতে পারে।

বৃষ- বিপদের মুখে পড়েও উদ্ধার পেয়ে যাবেন। নিজের বুদ্ধির জোরে কাজে উন্নতির সম্ভাবনা। সুযোগের জন্য অপেক্ষা করুন, পরিশ্রমের ফল পেয়ে যাবেন। অকারণে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে যাওয়া হবে বুদ্ধিমানের কাজ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিথুন- আজ কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা শুরু হতে পারে। টাকাপয়সা নিয়ে কিছুটা টানাটানি থাকবে। নতুন কাজের জন্য সন্ধান জারি রাখতে পারেন। বিপদের আশঙ্কা থাকলে আগে থেকে সাবধান হয়ে যান। মাথা ঠাণ্ডা রাখুন।

কর্কট- ঠাণ্ডা গরমের কারণে শরীরে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন। প্রলোভন যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। জীবনযাপনে আরও সংযম দরকার। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে। জীবনে নতুন মোড় আসতে চলেছে।

সিংহ- কাজের গতি মোটামুটি একই থাকবে। ঘটনাবহুল দিনের আশা না করাই ভালো। কর্মক্ষেত্রে নতুন উদ্যম নিয়ে দিন শুরু করা দরকার। অদুর ভবিষ্যতে ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।

কন্যা- ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। হাতের যন্ত্রণা কাজের গতি ব্যহত করতে পারে। গুরুজনের পরামর্শ অনুযায়ী কাজ করা দরকার। অচেনা কারও সঙ্গে হঠাৎ বন্ধুত্ব না পাতানোই ভালো। ভাইবোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।

তুলা- বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা এই রাশির জাতকজাতিকাদের জন্য সময়টা মন্দ কাটবে না। অফিসে কাজের চাপ থাকলেও সেটা মাত্রাতিরিক্ত হবে না। ব্যবসায় লাভ থাকবে।

বৃশ্চিক- গুরুজনদের শরীরের প্রতি যত্ন নিন। অকারণে অপবাদ জুটতে পারে। অর্থভাগ্য চলনসই। তনে নতুন কাজের সন্ধান শুরু করা দরকার। ব্যবসায় বাড়তি লগ্নি না করাই ভালো। রাস্তাঘাটে বাড়তি সতরকতা অবলম্বন করা দরকার।

ধনু- শত্রুপক্ষের ষড়যন্ত্রের কারণে কাজ পণ্ড হওয়ার আশঙ্কা। চেনা পরিধির মধ্যে সম্মানহানির আশঙ্কাও রয়েছে। নতুন কাজের সুযোগ পেতে পারেন, তৈরি থাকুন। নিজের ওপর আস্থা রাখুন, কঠিন সময়ে পরিবারের সদস্যদের পাশে পাবেন।

মকর- জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। পায়ের পাতায় সমস্যার কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন। পড়ুয়াদের জন্য দিনটা মধ্যমানের। শিল্পীদের জন্য দিনটা ভালো। লটারি বা ফাটকাবাজি থেকে দূরে থাকাই ভালো।

কুম্ভ- প্রেম জীবনে অশান্তির আশঙ্কা। তৃতীয় ব্যক্তির আগমনে অপ্রত্যাশিত কোনও পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সম্মতি ভাগাভাগি করা নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের জন্য আজ দিনটা খুব একটা অনুকুল না হতে পারে।

মীন- নিজের ওপর আস্থা রাখুন, কঠিন সময়ে পরিবারের সদস্যদের পাশে পাবেন। লটারি বা ফাটকাবাজিতে বেশি টাকা বিনিয়োগ না করাই ভালো। ভালো। ভাইবোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। ঘটনাবহুল দিনের আশা না করাই ভালো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group