আজ শনিবার ২১ ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে আয়ুষ্মান যোগের শুভ সমাপতন তৈরি হয়েছে। জ্যোতিষীদের মতে, আজকের এই শুভ যোগে ধনু ও কুম্ভ সহ ৫টি রাশির জাতকরা প্রচুর টাকা উপার্জন করবেন। সেইসঙ্গে ভগবানের শনির কৃপায় কিছু মানুষ ব্যবসায় প্রচুর লাভ করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। অনেকে জীবনে অগ্রগতি করবেন এবং দিনটি চমৎকার কাটবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাটা দিন কেমন কাটবে।
মেষ- সকালের দিকে কাজের চাপ থাকবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থ ভাগ্য মন্দ না। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। শরীর নিয়ে স্বল্প চিন্তা থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটা মধ্যম মানের।
বৃষ- বছরের শেষ ভাগ্যে ভালো কোনো খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা। খাওয়াদাওয়ার প্রতি আরো বেশি যত্নশীল হওয়া দরকার। সন্তানের লেখাপড়া নিয়ে যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে।
মিথুন- শত্রুপক্ষের কারণে কাজে ব্যাঘাত। কাজের গতি খানিক ধীর হতে পারে। কাজের সূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্য চলনসই। কাজের চাপ কমানোর চেষ্টা করুন। পরিবার ও নিজেকে আরো বেশি করে সময় দিন।
কর্কট- শারীরিক সমস্যার কারণে কিছু অস্বস্তির মধ্যে পড়তে পারেন। আজকের দিনে কাজের চাপ কিছু কম হতে পারে। স্ত্রীর সঙ্গে আগামী দিনের ব্যাপারে আলোচনা করতে পারেন। চাকরির বদলে ব্যবসার দিকে মন ঝুঁকতে পারে। আগামী দিনে নতুন দায়িত্ব কাঁধে এসে পড়তে পারে।
সিংহ- শরীরের প্রতি যত্ন নিন। পরিবারের সদস্যদের মধ্যে উত্তাপ বাড়তে পারে। নতুন জীবন শুরু করার আগে বাড়তি চাপ অনুভব করতে পারেন। সন্তানের কারণে গর্ব অনুভব করতে পারেন। কর্ম ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিতে পারবেন।
কন্যা- নতুন কাজের সন্ধান শুরু করতে পারেন। ব্যবসায় নতুন করে নিবেশের সম্ভাবনা রয়েছে। খরচে জরুরি ভিত্তিতে রাশ টানা উচিৎ। আগামী দিনে ভালো কোনো খবর পেতে পারেন। গুরুজনের পরামর্শ মেনে পদক্ষেপ নিলে উপকার পেতে পারেন।
তুলা- জমি বাড়ি কেনা বেচা নিয়ে আলোচনা শুরু হতে পারে। আগামী দিনের কথা ভেবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। ভাইবোনের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ার আশঙ্কা। আর্থিক ভাগ্য চলনসই।
ধনু- পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। কিংবা কোনো শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। প্ৰিয় কোনো মানুষকে নিয়ে মনে অশান্তি দেখা দিতে পারে। সংসারে মোটামুটি শান্তি ভাব বজায় থাকবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক- সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বাড়ির বাইরে আপনার কথার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। বক্তা হিসেবে নিজের সুনাম বৃদ্ধি করার সুযোগ। নতুন কাজের সন্ধান জারি রাখুন। ব্যবসায় ভাগ্য সুপ্রসন্ন নাও হতে পারে।
মকর- কাজের চাপ আপাতত কিছুটা কম থাকতে পারে। তবে বাড়িতে টুকিটাকি কাজ থাকবে। ঘর মেরামত করার কথা ভাবতে পারেন। নতুন চাকরির সম্ভাবনা আপাতত না করাই ভালো। পরিস্থিতি কঠিন মনে হলেও নিজের বুদ্ধির বলে অচিরেই সাফল্য পাবেন।
কুম্ভ- চিকিৎসার কারণে কিছু টাকা খরচ হতে পারে। সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ। মনে দেখা দিতে পারে অবসাদ। শরীর স্বাস্থ্য আপাতত ভালো থাকবে। নিজের জীবনযাপন আরো সংযত করার চেষ্টা করুন।
মীন- বাড়ির বয়স্ক কোনো ব্যক্তির কারণে মনে চিন্তা। আর্থিক টান থাকবে। ভাগ্য বদল হতে পারে নতুন বছরের দ্বিতীয় ভাগ থেকে। অতিরিক্ত লাভের আশা করা ঠিক হবে না। কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনা থাকছে।