সূর্য দেবতার আশীর্বাদে ভাগ্য জ্বলজ্বল করবে ৬ রাশির, আজকের রাশিফল ২২ ডিসেম্বর

Published on:

november 1 rashifal

শ্বেতা মিত্র, কলকাতা: আজ ২২ ডিসেম্বর রবিবার পড়েছে। আর রবিবার ভগবান সূর্যের পুজো করার নিয়ম রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূর্য দেবতার উপাসনা করলে জীবনে সম্মান এবং সুখ বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২২ ডিসেম্বরের দিনটি কিছু রাশিচক্রের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু রাশিচক্রের জীবনে সমস্যা দেখা দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২২ ডিসেম্বর কোন কোন রাশির জাতকরা উপকার পাবেন এবং কাদের সাবধানতা অবলম্বন করতে হবে।

WhatsApp Community Join Now

মেষ- অর্থ সমস্যার কারণে কিছুটা বিব্রত হতে পারেন। জমি বাড়ি বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন। আগামী দিনে নতুন কাজের খোঁজ পেতে পারেন। ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে ভালো রেখে চলার চেষ্টা করুন।

বৃষ- প্রেম জীবনে অশান্তির আশঙ্কা। কোনো কাজ হঠাৎ থমকে যেতে পারে। পরিচিত কারো কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন। বাড়িতে আনন্দের আবহ থাকতে পারে। দ্রুত কোনো সুখবর পেয়ে যেতে পারেন।

মিথুন- সময়ের সঙ্গে নিজের মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। চট করে মাথা গরম করে ফেললে সমস্যায় পড়তে পারেন। নিজের বুদ্ধির জোরে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবেন। কাজে সময় লাগলেও সাফল্য পাবেন।

কর্কট- অতিরিক্ত পাওয়ার আশা না করাই ভালো। টাকা পয়সার ঘাটতি না থাকলেও মনে চিন্তা থেকে যাবে। কাজের সূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মোটের ওপর ভালোই থাকবে।

সিংহ- বছরের শেষ ভাগে কাজের চাপ বাড়তে পারে। অর্থ ভাগ্য চলনসই। পড়ুয়াদের জন্য সময়টা ভালো। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা ফাটকাবাজির মতো ক্ষেত্রে অত্যাধিক খরচ না করাই হবে বুদ্ধি মানের কাজ।

কন্যা- কাছেপিঠে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কিছু কেনার ব্যাপারে ভাবতে পারেন। কারো কাছ থেকে পেয়ে যেতে পারেন উপহার। স্ত্রীর সঙ্গে সময় ভালো কাটবে। সবাইকে অন্ধভাবে বিশ্বাস না করাই ভালো।

তুলা- নিজের দক্ষতার জোরে ভালো কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। অন্যের সাহায্যের প্রত্যাশা না করে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। সমস্যা দেখা দিলেও সেটা স্বাভাবিক। মেপে খরচ না করলে মাসের শেষে সমস্যা হতে পারে। পিতামাতার সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নিন।

বৃশ্চিক- অসৎ সঙ্গে পড়ে বেপথে চালিত হতে পারেন। বেশ কিছু টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কিঞ্চিৎ ঝগড়া বিবাদের সম্ভাবনা। পুরোনো কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যেতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।

ধনু- পারিবারিক কোনো আত্মীয়র কারণে সমস্যায় পড়তে পারেন। কারো কথা আঘাত দিতে পারে মনে। টাকা পয়সা নিয়ে আপাতত চিন্তা না করলেও চলবে। ব্যবসা থেকে লাভ আসতে থাকবে। লোভ করার ফল ভালো নাও হতে পারে।

মকর- শরীর বুঝে তারপর অতিরিক্ত কাজ হাতে নিন। পুরোনো কোনো জিনিস খুঁজে পেয়ে যেতে পারেন। কারো কাছে বাকি থাকা ধার আজ শোধ পেতে পারেন। মোটামুটি দিনটা মন্দ কাটবে না।

কুম্ভ- কাজের চাপ থেকে সাময়িক বিরতি পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের জন্য কিছু সময় বের করুন। ভবিষ্যতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। মাথা খাটিয়ে কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করুন।

মীন- সাংসারিক ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে চিড় ধরার আশঙ্কা রয়েছে। আপাতত অতিরিক্ত কাজ না নেওয়াই ভালো। ব্যবসা বৃদ্ধির ব্যাপারে ভাবতে পারেন। অভিজ্ঞ কারো পরামর্শ কাজে লাগতে পারে।

সঙ্গে থাকুন ➥
X