স্বাতী নক্ষত্র ও গণেশের কৃপায় কপাল খুলে যাবে এই ৭ রাশির, আজকের রাশিফল ২৫ ডিসেম্বর

Published on:

ajker rashifal

আজ ২৫ ডিসেম্বর বুধবার পড়েছে। আর আজ বুধবার আবার স্বাতী নক্ষত্রে গণেশের কৃপায় কর্কট ও কন্যা রাশিসহ পাঁচটি রাশির জাতক-জাতিকাদের বিশেষ উন্নতি হতে চলেছে। আজ অনেকে প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং আর্থিক লাভ হবে। আজ অনেকের সম্মান বাড়বে এবং ব্যবসায় প্রচুর লাভ হবে। কিছুজনের সম্পদ বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজ শেষ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ বুধবারের সকলের সারাটা দিন কেমন কাটবে।

WhatsApp Community Join Now

মেষ- অনেক দিনের কোনো কাজের সমাপ্তি হতে চলেছে এবার। আজকের দিনটা মোটামুটি ভালো কাটতে চলেছে। বড় রকমের কোনো পরীক্ষার মুখে পড়ার সম্ভাবনা কম। অফিসেও কাজের চাপ থাকবে স্বাভাবিক। তবে টাকাপয়সা নিয়ে একটা চিন্তা থেকেই যাবে।

বৃষ- শীতের মরসুমে কোথাও ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা শুরু করতে পারেন। তবে অবশ্যই আর্থিক দিকটা ভালো করে বিচার করে দেখুন। আগামী দিনে বেশ কিছু টাকা খরচ হওয়ার সম্ভবনা রয়েছে। আগামী দিনে উন্নতির সম্ভাবনা।

মিথুন- বছরের শেষ প্রান্তে এসে ভালো কোনো খবর পেতে পারেন। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দের কিছু মুহূর্ত পেতে পারেন। নতুন কাজের সন্ধান জারি রাখতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক দুশ্চিন্তা কিছুটা হলেও এখন কম থাকবে।

কর্কট- কাজের চাপ কিছুটা বেশি মনে হতে পারে। পারিবারিক কারণে মনে দেখা দিতে পারে অশান্তি। প্রিয়জনকে বিপদের সময় পাশে পাবেন। ব্যক্তিগত সমস্যাকে পেশাগত জীবনে বাধা হতে না দেওয়াই দরকার। নিজের দক্ষতার জোরে কর্মক্ষেত্রে সুখ্যাতি বজায় রাখতে পারবেন।

সিংহ- অতিরিক্ত অলসতার কারণে কাজের চাপ বাড়তে পারে। আগামী দিনে হাতে পেয়ে যেতে পারেন নতুন কোনো কাজের খবর। স্ত্রীর সঙ্গে আগামী দিনে বেশ মনোরম সময় কাটাতে চলেছেন। বয়সে বড়দের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। কঠিন পরিস্থিতি মাথা ঠান্ডা রাখুন।

কন্যা- বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। ব্যবসা আপাতত খারাপ চলবে না। যদিও প্রত্যাশিত লাভও হয়তো করতে পারবেন না। মনে অশান্তি থাকতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে মনে দুশ্চিন্তা দেখা দিতে পারে।

তুলা- ব্যবসায়ীদের জন্য দিনটা কিছুটা কঠিন হতে পারে। আপাতত নতুন করে বিনিয়োগ না করাই ভালো। লটারি কিংবা ফাটকাবাজির ওপর ভরসা করা হবে বোকামি। নিজের দক্ষতার জোরেই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন। আগামী দিনে শুরু করতে চলেছেন জীবনের নতুন অধ্যায়।

বৃশ্চিক- পারিবারিক কারণে মনে অবসাদ দেখা দিতে পারে। কাছের মানুষের আচরণ মনে ব্যাথা দিতে পারে। সময়ের সঙ্গে নিজের আবেগকে আরো নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কাজ সম্পন্ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন।

ধনু- সামাজিক ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি হতে চলেছে। ভালো বক্তা হিসেবে সমাজে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। আপনার কাজ হয়ে উঠবে আপনার পরিচয়। নিজের ভাব মূর্তি ধরে রাখা দরকার। আগামী দিনের কথা ভেবে কিছু বিনিয়োগ করে রাখতে পারেন।

মকর- গুরুজনের শারীরিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। খুব বেশি কিছু আশা না করাই ভালো। সকালের দিকে কাজের চাপ কিছুটা বেশি মনে হতে পারে। তবে এই চাপ স্থায়ী হবে না।

কুম্ভ- কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন। আর্থিক কারণে কোনো কাজ আটকে থাকবে না। তবে খুব বেশি যে লাভ হবে, এমনটা না। প্রিয়জনের সঙ্গে আরো বেশি করে সময় কাটান। অবসর যাপনের সময় পাবেন, নিজেকেও সময় দিন।

মীন- সাংসারিক কারণে কাজের চাপ বাড়তে পারে। নতুন দায়িত্ব কাঁধে এসে পড়তে পারে। অফিসের ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা। পেটের সমস্যা দেখা দিতে পারে। বছরের শেষে হিসেব বহির্ভুত কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X