মঙ্গলবার, ৩ ডিসেম্বর হনুমানজির কৃপায় কর্কট ও ধনু সহ ৫টি রাশির অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বজরংবলীর আশীর্বাদে আজকের দিনটা ব্যবসায়ীদের জন্য উল্লেখযোগ্য হতে পারে। কিছু অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। তবে সবার ভাগ্য লিখন যে সমান নয় সেটাও বলাই বাহুল্য। তাহলে চলুন এক নজরে দেখে নেবেন আপনার সারাটা দিন কেমন কাটবে।
মেষ- এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা মধ্যমানের। কোনও কাজকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। উদাসীনতার কারণে শেষ মুহূর্তে এসে কাজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কাজের প্রতি মনঃসংযোগ ধরে রাখুন।
বৃষ- শারীরিক সমস্যার কারণে কাজে ক্ষতি হতে পারে। পরিকল্পনার বাইরে কোনও ঘটনা আপনাকে আজ বিচলিত করতে পারে। অফিসে কাজের চাপ থাকবে। বাড়িতে জমি-বাড়ি কেনার ব্যাপারে আলোচনা শুরু হতে পারে।
মিথুন- আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা স্বাভাবিক থাকতে চলেছে। বড় কোনও ঘটনার কারণে কিছুটা বিচলিত বোধ করতে পারেন। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গৃহে শান্তির পরিবেশ বজায় থাকবে।
কর্কট- মনে হতাশা থাকলেও ভেঙে পড়বেন না। নিজের ওপর আস্থা বজায় রাখুন। দিন সেশে ভালো কোনও খবর পেয়ে যেতে পারেন। নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভাইবোনের সঙ্গে বিবাদ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সিংহ- ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো। দিনের শুরুতেই হাতে বাড়তি কিছু অর্থ পেয়ে যেতে পারেন। নতুন করে বিনিয়োগ করার ব্যাপারেও ভাবনা চিন্তা শুরু করতে পারবেন। অনেক দিনের আটকে থাকা কাজের জট খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা- পরিস্থিতি কিছুটা হাতের বাইরে যেতে পারে। তবে কোনও অবস্থাতেই মেজাজ হারানো ঠিক হবে না। নতুন কাজের জন্য চেষ্টা চালিয়ে যান। অকারণে দোষের ভাগিদার হতে পারেন এই রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া উচিৎ।
তুলা- আধ্যাত্মিক ক্ষেত্রে মন ঝুঁকতে পারে। মনে থাকবে চলেছে প্রশান্তির ভাব। নিজের দক্ষতার জোরে এগিয়ে যেতে পারবেন আগামী দিনে। সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। বাইরের কোনও ব্যক্তিকে বাড়তি গুরুত্ব না দেওয়াই ভালো।
বৃশ্চিক- ভালো কাজ করেও দুর্নাম জুটতে পারে। সামাজিক ক্ষেত্রে কিছু সম্মানহানির আশঙ্কা রয়েছে। পড়ুয়াদের জন্য দিনটা ভালো থাকতে চলেছে। যে কোনও কাজে আরও বেশি করে মনোনিবেশ করা দরকার। রাস্তা পারাপার হন সাবধানে।
ধনু- পেটের ব্যামর কারণে সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।ধারাবাহিক অধ্যাবসায়ের কারণে খুব তাড়াতাড়ি পুরস্কার পেতে চলেছেন। কাছের মানুষের কাছ থেকে পেয়ে যেতে পারেন কোনও ভালো খবর।
মকর- টাকাপয়সা নিয়ে চিন্তা থাকলেও বিনিয়োগ করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করতে পারেন। এখন সমস্যার মধ্যে থাকলেও সুদিন খুব বেশি দূরে নেই। গুরুজনের পরামর্শ অনুযায়ী কাজ করলে ক্ষতির সম্ভাবনা কম। অতিআত্মবিসশ্বাস ডেকে আনতে পারে বিপদ।
কুম্ভ- পারিবারিক কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যে মাথা ঠাণ্ডা রাখা বাঞ্ছনীয়। অহেতুক কোনও বিষয়ে নাক না গলানোই ভালো। অন্যের উপকার করে কোনও কিছুটা প্রত্যাশা না করাই ভালো।
মীন- ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। শিল্পীদের জন্য দিনটা উল্লেখযোগ্য হতে পারে। নতুন কাজের সন্ধান আপাতত না করলেও চলবে। চাকরি ক্ষেত্রে এখনই বদলের সম্ভাবনা কম। কাজের জন্য প্রশংসা অর্জন করতে পারেন।