মহাদেবের আশীর্বাদে ভাগ্য চকচক করবে এই ৭ রাশির, আজকের রাশিফল ৪ নভেম্বর

Published on:

rashifal

শ্বেতা মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা সোমবার। আর সোমবার মানেই হল মহাদেবের আরাধনা করার দিন। আজ ৪ নভেম্বর মহাদেবের কৃপায় কপাল খুলে যাবে ৫ রাশির। আপনিও যদি দৈনিক রাশিফলে বিশ্বাস করে থাকেন তাহলে জেনে নিন আজ আপনার সারাটা দিন কেমন কাটবে।

মেষ- সম্পত্তি ক্রয়-বিক্রয়ে লাভ হবে। কেরিয়ারে বড় সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি কিনতে টাকা খরচ হতে পারে। বেসরকারি চাকরি করছেন এমন ব্যক্তিদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ- সরকারি চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় কোনও বড় অর্থ লাভ হবে না। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পাবেন। টাকা ধার করা থেকে বিরত থাকুন।

মিথুন- চিকিৎসা ও হাসপাতালের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো টাকা উপার্জনের সুযোগ পাবেন। ম্যানেজমেন্ট অধ্যয়নরত ব্যক্তিদের একটি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কিং ও ফিনান্সের সঙ্গে যুক্ত ব্যক্তিরা টাকা পেয়ে উপকৃত হবেন। ব্যবসায় নতুন পরিকল্পনায় অর্থ বিনিয়োগের জন্য এটি সেরা সময়।

কর্কট- চাকরি করা ব্যক্তিদের পদোন্নতির পাশাপাশি স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে। ব্যবসায়ীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় কোনও নতুন চুক্তিতে প্রবেশ করা এড়িয়ে চলুন। শরীর ভালো থাকবে।

সিংহ- কাজের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি খুব অনুকূল হবে। পদোন্নতির সঙ্গে আসবে অর্থনৈতিক স্থিতিশীলতা। বিদেশি কোম্পানি থেকে চাকরির অফার পাওয়া যাবে। আয়ের উৎস বিকশিত হবে।

কন্যা- চাকরিতে আসা পুরানো অসুবিধা দূর হবে। কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থ লেনদেনে সতর্ক থাকতে হবে। পুরনো টাকা ফেরত দিতে পারবেন।

তুলা- আজ তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি ঠিকঠাকভাবে কাটবে। কর্মক্ষেত্রে উন্নতি পাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য ভালো থাকবে মোটামুটি। আজ ব্যবসায়ীদের জন্য দিনটা খুব একটা ভালো নয়। কাউকে টাকা ধার দেওয়ার আগে দশবার ভেবে নিন, নইলে বিপদ হতে পারে। সন্তানের তরফে কোনও ভালো খবর পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন।

বৃশ্চিক- আর্থিক বিষয়ে বুঝেশুনে বিনিয়োহ করতে হবে। সম্পত্তি কিনতে পারেন। আজ অর্থের মুখ দেখবেন। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। আজ শরীরে আঘাত পেতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে তর্ক হতে পারে। বাড়ির সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে পিতা-মাতার বিবাদ হতে পারে।

ধনু- আজ অর্থের আয়ের পাশাপাশি ব্যয়ও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সম্পত্তি ক্রয়-বিক্রয় সম্পর্কিত কাজে আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে। তাড়াহুড়োতে কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনি আপনার মায়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে কিনে নিতে পারেন।

মকর- আপনারও কি মকর রাশি? তাহলে জেনে নিন আজ আপনার দিনটি কেমন কাটবে? আজ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ- আজ আপনার দিনটি খুবই ভালোভাবে কাটবে। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। বাড়ি, গাড়ি কেনার পরিকল্পনা থাকলে কিনে নিন। আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবেন। বেশি চিন্তার প্রভাব আপনার শরীরের ওপর পড়বে। ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, এতে বিপদ হতে পারে। আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন।

মীন- আজ অর্থনৈতিক বিষয়ে চলমান সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন। কোনও বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অর্থ এবং উপহার উপকারী হবে। ব্যবসায় আয় বাড়ানোর প্রচেষ্টা সফল হবে। অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥