চলছে চলতি বছরের শেষ মাস। কথায় রয়েছে শেষ ভালো যার সব ভালো তার। মাস শেষ হতে এখনও কয়েক দিন বাকি। সেইসঙ্গে আজ শুক্রবার দেবী লক্ষ্মীর আশীর্বাদে সর্বার্থ সিদ্ধিযোগ তৈরী হচ্ছে। আর এই শুভ যোগে মিথুন সহ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে। তাই বছর শেষ হওয়ার আগে আগে জেনে নেওয়া যাক আজ শুক্রবার দিনটি আপনার দিনটা কেমন যেতে পারে।
মেষ- অত্যাধিক লোভ করার পরিণাম ভালো নাও হতে পারে। নিজের শরীরের প্রতি বাড়তি নজর দেওয়ার দরকার রয়েছে। গুরুজনের শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কাজের সূত্রে বাড়ি থেক দূরে কোথাও যেতে হতে পারে।
বৃষ- আপনার সিদ্ধান্তের ওপর পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে থাকবে। স্ত্রীকে পাশে পাবেন। দরকারে অভিজ্ঞ কারও পরামর্শ অনুযায়ী কাজ করুন। সম্পত্তি কেনা বেচার ব্যাপারে শুভ যোগ রয়েছে। কাজে কিছুটা দেরি হলেও সুফল হাতে পাবেন।
মিথুন- শত্রুপক্ষের কারণে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অযাচিতভাবে কোনও ব্যাপারে নাক না গলানোই ভালো। নতুন কাজের জন্য অনুসন্ধান জারি রাখতে পারেন। গুরুজনের শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।
কর্কট- অযাচিতভাবে কোনও ব্যাপারে নাক না গলানোই ভালো। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা শুভ।
দূরে কোথাও ভ্রমণের দরকার পড়তে পারে। চাকরি ক্ষেত্রে নতুন উদ্যম নিয়ে দিন শুরু করতে পারেন। হাতে সুযোগ এসে গেলে আলস্য না করাই ভালো।
সিংহ- নিজের কর্ম দক্ষতার ওপর পূর্ণ আস্থা রাখা দরকার। প্রয়োজনে অভিজ্ঞ কারও থেকে পরামর্শ চেয়ে নিতে পারেন। পারে। অর্থ ভাগ্য ভালো। নতুন করে বিনিয়োগের ব্যাপারে বিবেচনা করতে পারেন।
তুলা- অফিসের সহকারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রয়োজনের অতিরিক্ত কোনও কাজ না করাই ভালো। অপবাদ জোটার সম্ভাবনা রয়েছে। যোগ্যতার বিচারে অন্য কোনও ব্যক্তির কাছ থেকে পরাজিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কন্যা- অত্যাধিক লাভের আশা এখনই না করা উচিৎ। বাড়িতে কোনও গুরুত্বপূর্ণ খবর এসে পৌছাতে পারে। নতুন করে এখনই কোথাও বিনিয়োগ না করা ভালো। লটারির পিছনে অতিরিক খরচ করা বুদ্ধিমানের কাজ হবে না।
বৃশ্চিক- জমি বেচাকেনা সংক্রান্ত আলোচনা চূড়ান্ত রূপ নিতে পারে। অহেতুক ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। মাথা ঠাণ্ডা রাখুন। পরিস্থিতি আপনার দিকেই যাবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে রাখুন।
ধনু- বছর শেষ হওয়ার আগে ভালো কোনও খবর মন উৎফুল্ল হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে । সামাজিক ক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে প্রিয়জনের সঙ্গে আলোচনা হতে পারে।
মকর- অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলতে পারে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাছের মানুষের পরামর্শ নেওয়া দরকার। পড়াশুনার দিকে পড়ুয়াদের আরও মনযোগ দেওয়ার দরকার রয়েছে। কাজের জন্য বাইরে যেতে হতে পারে।
কুম্ভ- বাড়ি কেনাবেচার ব্যাপারে আলোচনা ফলপ্রসু হতে পারে। বয়সে যারা বড় তাঁদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। সমস্যার কারণ হতে পারেন দূর সম্পর্কের কোনও আত্মীয়। নিজের আবেগকে আরও বেশি করে সংযত করা উচিৎ।
মীন- এই রাশির জাত জাতিকাদের জন্য আজকের দিনটা স্বাভাবিক থাকতে চলেছে। বিকেলের পর কোনও প্রত্যাশিত খবর পেয়ে যেতে পারেন মন ভালো হয়ে যেতে পারে। প্রয়োজনে কিছু দৌড়ঝাঁপ করতে হতে পারে। নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |