সর্বার্থ সিদ্ধি যোগে ও মা লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্য চমকাবে ৩ টি রাশির, আজকের রাশিফল ৮ নভেম্বর

Published on:

ajker rashifal

যে কোনও শুভ কাজ করতে যাওয়ার আগে দিন-কাল, তিথি-নক্ষত্র ইত্যাদি বিচার করা হয়। আবার এমন অনেকে রয়েছেন যারা নিয়মিত নিজের ভাগ্য সম্পর্কে ধারণা পেতে আগ্রহী। সে জন্য দৈনিক রাশিফলের গুরুত্ব এখনও রয়েছে। সবার সব দিন সমান যায় না। কোনও দিন ভালো গেল তো কোনও দিন একেবারে বলার মতো নয়। ৮ নভেম্বর শুক্রবার সর্বার্থ সিদ্ধি যোগে মা লক্ষ্মীর আশীর্বাদে কর্কট ও তুলা রাশিসহ ৫টি রাশির ভাগ্য উজ্বলের সম্ভাবনা রয়েছে। আজ কার দিন কেমন যেতে পারে চলুন জেনে নেওয়া যাক। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেষ- আজ সকালের শুরুতে কোনও খারাপ খবর পেতে পারেন। অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের হাত না দেওয়াই ভালো। অহেতুক ঝুঁকি নেবেন না।

বৃষ- ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আয় ব্যয়ের হিসেব ঠিকঠাক থাকবে। তবে লোভের বশে নতুন করে বিনিয়োগ না করাই ভালো। স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া দরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিথুন- তৃতীয় ব্যক্তির আগমনের ফলে প্রেম জীবনে সম্পর্কে টানাপড়েন শুরু হতে পারে। শত্রুপক্ষের ষড়যন্ত্রে চাকরি ক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা রয়েছে। অর্থ ভাগ্য ভালো। বুদ্ধির জোরে রক্ষা পেতে পারেন।

কর্কট- সঠিক সময়েই সব কাজ সম্পন্ন হবে। অহেতুক ছিন্তা না করাই ভালো। শুভানুধ্যায়ীর সাহায্যে কাজে সাফল্য। স্ত্রী ভাগ্য ভালো। টাকাপয়সা নিয়ে চিন্তা থাকবে।

সিংহ- আপাতত দূরে কোথাও ঘুরতে না যাওয়ারই ভালো। বিকেলের পর বাড়িতে কোনও সুখবর আসতে পারে। ব্যক্তিগত জীবনে বড় পরীক্ষার সম্মুখীন হতে পারেন।

কন্যা- ভাইবোনের সঙ্গে সম্পর্কে অবনতি। সম্পত্তি নিয়ে বিবাদ। জল ভ্রমণ এড়িয়ে চলা উচিৎ। কথা বলার সময় আরও একটু সংযম রাখা দরকার।

তুলা- ফেলে রাখা কাজে আজ অগ্রগতি লক্ষ্য করতে পারেন। অর্থ ভাগ্য ভালো। নতুন কাজের সন্ধান পেতে পারে। ভালো কাজের পুরস্কার মিলতে পারে।

বৃশ্চিক- ব্যবসায় নতুন বিনিয়োগ। পড়ুয়াদের জন্য দিনটা ভালো। পিঠের ব্যাথা সাময়িক ভোগাতে পারে। বাড়িতে আরও বেশি করে সময় দেওয়া দরকার।

ধনু- অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। অহেতুক তর্ক করতে গিয়ে বিবাদ বাঁধার আশঙ্কা। পরিস্থিতি অনুযায়ী বুঝে চলুন। টাকা পয়সা নিয়ে টানাটানি চলতে পারে।

মকর- গুরুজনদের কথা মেনে চলা দরকার। প্রয়োজনে সাহায্য নিন। প্রেম জীবনে ভাঙনের সম্ভাবনা। কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ- আয়ের নতুন পথ খুলে যেতে পারে। বাড়িতে কোনও ভালো খবর পেতে পারেন। প্রতিবেশির সঙ্গে বিবাদের সম্ভাবনা। আত্মীয়ের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

মীন- বাড়িতে বিয়ের ব্যাপারে কথা এগোতে পারে। গবেষণার কাজে বুৎপত্তি। শেয়ার মার্কেটে লগ্নি করে ক্ষতির আশঙ্কা। বেশি কিছু পরীক্ষা না করাই ভালো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group