সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কেটে এবার শুরু হয়েছে কালীপুজো ও ভাইফোঁটার (Bhai Phota 2025) প্রহর গোনা। ভালোবাসা আর স্নেহের বন্ধনে পালিত হয় প্রতিবছরের এই ভাই-বোনের মেলবন্ধনের উৎসব। এ বছর, অর্থাৎ ২০২৫ সালে ভাইফোঁটা কত তারিখে পড়ছে? তিথি নক্ষত্র কী রয়েছে? আর ফোঁটা দেওয়ার নিয়মই বা কি রয়েছে? আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাবো।
ভাই-বোনের ভালোবাসার মেলবন্ধন ভাইফোঁটা
বাঙালি সংস্কৃতিতে ভাইফোঁটা (Bhai Dooj 2025) শুধুমাত্র কোনও উৎসব বলা চলে না, বরং ভাই-বোনের সম্পর্কের প্রতীক। সেদিন বোনেরা তাঁদের ভাই বা দাদার কপালে চন্দন, দই ও ধান-দূর্বার ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে থাকে। আর ফোটা দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করা হয়— “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।” এর মাধ্যমে বোনেরা প্রার্থনা করে, যাতে তাঁদের ভাই দীর্ঘায়ু লাভ করে।
তবে এই উৎসবের পেছনে এক পৌরাণিক কাহিনীও লুকিয়ে রয়েছে। বলা হয় যে, একদিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন। আর যমুনা তাঁকে ফোঁটা দিয়ে আদর-আপ্যায়ন করেছিলেন। আর সেই দিনটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। তাই এই দিনটিকে ভাতৃদ্বিতীয়া বলা হয়।
ভাইফোঁটা ২০২৫-এর তারিখ ও শুভ সময়
পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে, এ বছর ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা পড়বে ২৩ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার। বাংলা ৫ কার্তিক, ১৪৩৩।
- প্রতিপদ তিথি শুরু হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪:২৫ মিনিটে,
- প্রতিপদ তিথি শেষ হচ্ছে ২২ অক্টোবর সন্ধ্যা ৫:১৫ মিনিটে,
- দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর সন্ধ্যা ৬:১৫ মিনিটে এবং
- দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে ২৩ অক্টোবর রাত ৮:১৯ মিনিটে।
মোদ্দা কথা, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার গোটা দিনটিতেই ভাইফোঁটা দেওয়া যাবে।
ভাইফোঁটা কীভাবে দেবেন?
তবে জ্যোতিষশাস্ত্র মতে, ভাইফোঁটা দেওয়ার সময় দিকনির্দেশনা মানাও খুব জরুরী। প্রথমত, ভাইয়ের মুখ থাকতে হবে উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিকে আর বোনের মুখ থাকতে হবে উত্তর-পূর্ব কিংবা পূর্ব দুইকে। এর পাশাপাশি বোনদের কালো পোশাক না পড়া এবং অশুভ চিন্তা থেকে দূরে থাকার কথাও বলা হয় জ্যোতিষশাস্ত্রে।
আরও পড়ুনঃ বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তা, ফোনে পুতিনকে ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী
ভাইফোঁটার থালায় কী কী রাখবেন?
মূলত, দিদি কিংবা বোনেরা কাঁসা বা পিতলের থালায় ভাইফোঁটার সামগ্রী সাজিয়ে থাকে। এই থালায় চন্দন ও দই রাখতে হয় ফোঁটা দেওয়ার জন্য। বোনদের বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়েই ফোঁটা দিতে হয়। শাস্ত্র বলছে, চন্দন তিলক পরিয়ে দিলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা হয়। এমনকি হিন্দু ধর্মে দইকে শুভ বলেই মনে করা হয়। তাই ভাইফোঁটার দিন দইয়ের ফোঁটাও দেওয়া হয়। আগেকার দিনে অনেকে কাজলের ফোঁটা কপালে দিত। এর সাথে, ভাইফোঁটার থালায় একটি প্রদীপ রাখা হয়। সঙ্গে ধান-দূর্বাও থাকে। আর থাকে মিষ্টি। ফোঁটা দেওয়ার শেষে ধান ও দূর্বা দিয়ে দিদি বা বোনরা ভাইকে আশীর্বাদ করে। আর যদি বোন দাদার থেকে ছোট হয়, তাহলে দাদা ওই ধান ও দূর্বা দিয়ে বোনকেও আশীর্বাদ করে। পাশাপাশি ভাই বা বোনের মধ্যে যে বয়সে ছোট, সে অপরজনকে প্রণাম করে।