২০২৫ সালে কবে পড়ছে ধনতেরাস? কী কী কিনবেন এদিন, কীভাবেই বা পুজো করবেন?

Published on:

Dhanteras 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালি হিন্দু পরিবারের দীপাবলির আগে যে উৎসবটি নিঃশব্দে পালিত হয়, তা হল ধনতেরাস (Dhanteras 2025)। ধন এবং তেরস, এই দুই শব্দের মিলনেই এই তিথির নাম এসেছে। ধন মানে সম্পদ, আর তেরস মানে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনটি ধন, স্বাস্থ্য এবং শুভ সমৃদ্ধির আশীর্বাদ হয়ে আমাদের কাছে ধরা দেয়। তবে এ বছর কবে পড়ছে ধনতেরাস? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন পালন করা হয় ধনতেরাস?

দেখুন, ধনতেরাস মানে যে শুধুমাত্র সোনা বা রুপো কেনা, এমনটা নয়। এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। কথিত আছে, এই দিনটি সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী এবং ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন। আর ধন্বন্তরী হলেন আয়ুর্বেদের দেবতা এবং ভগবান বিষ্ণুর অবতার। তাই এই দিনটিকে ধন্বন্তরী জয়ন্তী হিসাবেও অনেকে পূজা করেন।

এর পাশাপাশি আরেকটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী, এক রাজপুত্রের অকাল মৃত্যু আটকাতে নববাহীতা স্ত্রী সারারাত ধরে সোনাা রুপোর আলোতে ঘর ভরিয়ে রেখেছিলেন। আর মৃত্যুর দেবতা যমরাজ সেই আলোয় বিভ্রান্ত হয়ে ফিরে গিয়েছিল। তখন থেকেই ধনতেরাসে ধাতব দ্রব্য কেনা প্রচলিত রয়েছে, যাতে কারোর অকাল মৃত্যু দূর হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এবছর কবে পড়ছে ধনতেরাস? | Dhanteras 2025 Date And Time |

পঞ্জিকা ঘেঁটে জানা গেল, 2025 সালে অর্থাৎ চলতি বছরে ধনতেরাস পালিত হবে 18 অক্টোবর, শনিবার। আর পুজোর সময়কাল নিয়ে যেতে কথা বলি, তাহলে পুজো শুরু হবে সন্ধ্যা 7:31 মিনিটে এবং 8:28 মিনিটে পুজো শেষ হবে। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, পরবর্তী বছর অর্থাৎ 2026 সালে ধনতেরাস পড়বে 6 নভেম্বর, অর্থাৎ শুক্রবার।

ধনতেরাসে কীভাবে পুজো করবেন?

দেখুন, ধনতেরাসে যে শুধুমাত্র লক্ষ্মীপূজো করা হয়, এমনটা নয়। ধনতেরাসে গণেশ পূজা, কুবের পূজা, যমরাজের প্রদীপ, সব কিছুই জ্বালাতে হয়। 

প্রথমত, গনেশ পূজা করার সময় গণেশের মূর্তি গঙ্গা জলে স্নান করিয়ে চন্দন লাগাতে হবে। তারপর লাল কাপড়ে মুড়িয়ে ফুল অর্পণ করতে হবে। আর “ওঁ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ। নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা॥” মন্ত্রটিকে জপ করতে হবে।

কুবের পূজা করার জন্য কুবের দেবতাকে অবশ্যই ফুল, মিষ্টি এবং ফল অর্পণ করুন। তারপর “ওঁ যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যপদায়। ধনা-ধনায় সমুৎভূতং মে দেহি দাপয় স্বাহা॥” মন্ত্রটিকে জপ করুন। এতে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যাবে। 

লক্ষ্মীপূজো করার জন্য কাঠের পাটায় কাঁসর, গঙ্গাজল, পান, চাল এবং ফুল দিয়ে ঘট স্থাপন করুন। এরপর চালের উপর লক্ষ্মী প্রতিমাকে বসান। ব্যবসায়ীরা তাদের খাতা বা হিসাবে সই করুন আর ফুল, কুমকুম ও হলুদ ছিটিয়ে প্রদীপ জ্বালিয়ে “ওঁ শ্রীং হ্রীং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ ওঁ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ॥” মন্ত্রটি জপ করুন।

পাশাপাশি যমরাজের প্রদীপ দিতে হলে ঘরের বাইরে দক্ষিণ দ্বীপে গিয়ে প্রদীপ জ্বালান। এতে পরিবারের সুরক্ষিত থাকবে এবং পরিবারের সদস্যদের অকাল মৃত্যু দূর হবে।

ধনতেরাসে কী কিনবেন?

ধনতেরাস মানেই বাজারে ভিড়ে টইটুম্বুর, সোনা রুপোর দোকানে লাইন। কিন্তু কেবল সোনা বা রুপো নয়, এইদিন কিছু নির্দিষ্ট জিনিস কেনাও শুভ বলে মনে করা হয়। প্রথমত ঝাঁটা কিনতে পারেন। কারণ বিশ্বাস করা হয় যে, নতুন ঝাঁটা বাড়ির অশুভ শক্তিকে ঝাঁটিয়ে তাড়িয়ে দেয়।

দ্বিতীয়ত, লবণ কিনতে পারেন। কারণ এই দিন লবণ  কেনা মানেই বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটা। এছাড়া গোমতী চক্র কিনতে পারেন, যেটি লক্ষ্মী দেবীর প্রিয়। এটি বাড়িতে শান্তি বজায় রাখতে সাহায্য করে। আর পিতল বা স্টিলের বাসন কিনতে পারেন। রুপোর বিকল্প হলেও এগুলিকে শুভ বলে মনে করা হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group