এবছর ২০২৫-এ দুর্গাপূজো কত তারিখে পড়ছে? রইল মহালয়া, ষষ্টি, সপ্তমী থেকে দশমী পর্যন্ত দিনক্ষণ ও সময়সূচি

Published:

Updated:

Durga Puja 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ! আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গাপুজো (Durga Puja 2025)। হ্যাঁ, প্যান্ডেল থেকে শুরু করে পূজো, ঢাক-ঢোল, আর ধুনোচির ধোঁয়ায় কালীঘাট থেকে কুমোরটুলি, সব জায়গা মেতে ওঠে। আর 2025 সালের দুর্গাপুজো ঠিক কবে শুরু হচ্ছে, তা নিয়ে আগ্রহ জেগেছে এখন আপামর বাঙালির মনে। তো চলুন দেখে নেওয়া যাক, 2025 সালের দুর্গাপূজার দিনক্ষণ, শুভ মুহূর্ত এবং সমস্ত তিথি-নক্ষত্র সম্পর্কে খুঁটিনাটি তথ্য।

দুর্গাপূজার ইতিহাস এবং তাৎপর্য

পুরাণে কথিত রয়েছে, অসুর রাজ মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন অস্থির হয়ে পড়েছিল, ঠিক তখন ব্রম্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের শক্তি মিলিয়ে মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন। আর দশ দিনের যুদ্ধের শেষে মা দুর্গা মহিষাসুরকে বধ করে ফেলেন। আর এই বিজয় দিবসই হল দশমী। এছাড়া এ সময় মা দুর্গা তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন। আর সেই আনন্দেই অনুষ্ঠিত হয় দুর্গাপুজো।

এবছর কবে পড়ছে দুর্গাপুজো? | Durga Puja 2025 Date And Time |

হিন্দু পঞ্জিকা বলছে, আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমীতে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর 2025 সালে এই পুজো শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর, রবিবার ষষ্ঠী দিয়ে এবং শেষ হচ্ছে ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয় দশমী দিয়ে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে পূজার তালিকা—

  • এবছর মহিষাসুরমর্দিনী অর্থাৎ মহালয়া পড়েছে 21 সেপ্টেম্বর, রবিবার।
  • এবছর পঞ্চমী পড়ছে 27 সেপ্টেম্বর, শনিবার। শুভ মুহূর্ত বিকাল 3:48 থেকে সন্ধ্যা 6:12 মিনিট পর্যন্ত।
  • ষষ্ঠী পড়ছে 28 সেপ্টেম্বর, রবিবার। এদিন মা দুর্গার বোধন অনুষ্ঠিত হবে।
  • মহা সপ্তমী পড়ছে 29 সেপ্টেম্বর, সোমবার। আর এদিন কলাগাছের স্নান অনুষ্ঠিত হবে ভোর 5:49 মিনিটে।
  • মহা অষ্টমী 30 সেপ্টেম্বর, মঙ্গলবার। আর মহা অষ্টমীর আরতি হবে 29 তারিখ বিকেল 4:31 মিনিট থেকে 30 তারিখ সন্ধ্যে 6:06 মিনিট পর্যন্ত।
  • মহা নবমী পড়ছে 1 অক্টোবর, বুধবার। আর এদিন সন্ধ্যা পুজোর সময় সন্ধ্যা 6:06 মিনিট।
  • বিজয় দশমী 2 অক্টোবর, বৃহস্পতিবার। এদিন মা দুর্গার বিসর্জনের সঠিক সময় সকাল 6:15 মিনিট থেকে 8:37 মিনিট এবং এই দিনই অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা।

আরও পড়ুনঃ ৩৬৫ দিনে ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং! সস্তার প্ল্যান আনল Jio

পুজোর রীতি-নীতি এবং অনুষ্ঠান

দুর্গা পূজার লগ্নে মহা অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী দুর্গার বন্দনা হয় সেই অতীতকাল থেকেই। আর অষ্টমী ও নবমীর সন্ধি লগ্নে অনুষ্ঠিত হয় সন্ধিপূজো। এই মুহূর্তকে মূলত মহিষাসুর বধের স্মৃতি স্মরণ করা হয়। ভোগ হিসেবে খিচুড়ি, লাবরা, চাটনি, পায়েস ইত্যাদি তো থাকেই। আর বিজয়ার দিন সকালে বিবাহিত মহিলারা দেবীর পায়ে এবং কপালে সিঁদুর দিয়ে একে অপরকে সিঁদুর মাখিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join