২০২৬ সালে দুর্গাপুজো কত তারিখে পড়ছে? দেখে নিন পঞ্জিকা ধরে সময়সূচী

Published:

Durga Puja 2026
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর অন্তিম দিন আজ। রাত পোহালেই পুজো শেষ। কাশফুলের দোলা, প্রকৃতির মৃদু হওয়া আর ঢাকের আওয়াজ, সবকিছু যেন আজকের পর থেকে ম্লান হয়ে যাবে। কারণ, আজ মা বিদায়ের পথে পাড়ি দিচ্ছেন। দশমীর সিঁদুর খেলা আর বিসর্জনের সঙ্গে আবারও শুরু হবে নতুন করে অপেক্ষার প্রহর। আর সেই অপেক্ষা শেষ হবে ২০২৬ সালের অক্টোবর মাসে। তবে পঞ্জিকা কী বলছে? পরের বছর দুর্গাপুজো (Durga Puja 2026) কত তারিখে? জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

২০২৬ সালে দেবীপক্ষের সূচনা কবে?

আমরা সকলেই জানি, মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের। আর এইদিন থেকেই মূলত মায়ের আরাধনা করা হয়। পঞ্জিকা বলছে, ২০২৬ সালের মহালয়া পড়ছে ১০ অক্টোবর। আর ওই দিন থেকেই দেবীপক্ষের সূচনা। কারণ, এদিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীর আগমনী বার্তা ধ্বনিত হবে।

তবে আগামী বছর দুর্গাপুজোয় রয়েছে বিশেষ একটি চমক। কারণ, পরের বছর ষষ্ঠী পড়বে দু’দিন, যা সচরাচর দেখা যায় না। অর্থাৎ, মোদ্দা কথা, উৎসবের আনন্দ আরও একদিন বেশি পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচী কী রয়েছে।

২০২৬ সালের দুর্গাপুজা কত তারিখে?

পঞ্জিকা বলছে—

  • আগামী বছর ষষ্ঠী পড়ছে ১৬ অক্টোবর এবং ১৭ অক্টোবর। বাংলা ২৯ আশ্বিন এবং ৩০ আশ্বিন, ১৪৩৩।
  • সপ্তমী পড়ছে ১৮ অক্টোবর, ২০২৬। বাংলা ১ কার্তিক, ১৪৩৩।
  • অষ্টমী পড়ছে ১৯ অক্টোবর, ২০২৬। বাংলা ২ কার্তিক, ১৪৩৩।
  • নবমী পড়ছে ২০ অক্টোবর, ২০২৬। বাংলা ৩ কার্তিক, ১৪৩৩।
  • দশমী পড়ছে ২১ অক্টোবর, ২০২৬। বাংলা ৪ কার্তিক, ১৪৩৩।

আরও পড়ুনঃ ‘চরণামৃত মুখে নিয়ে মায়ের দিকে ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী!’ মমতার ভিডিও পোস্ট শুভেন্দুর

অর্থাৎ, ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী দিয়েই দেবীর যাত্রা শেষ হবে। মা দুর্গার বিসর্জনের মধ্যে দিয়েই পরিসমাপ্তি ঘটবে সেই উৎসবের পাঁচদিন। সিঁদুর খেলা, দেবী প্রণাম আর মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিবারের মতো সামনের বছরও ছড়িয়ে পড়বে বিজয়ার আবহ। আর তারপর আবারও বাঙালিরা অপেক্ষা করবে ঠিক একটি বছরের জন্য মায়ের আগমনের আশায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join