সৌভিক মুখার্জী, কলকাতা: কৌশিকী অমাবস্যাকে (Kaushiki Amavasya 2025) ভাদ্র মাসের সবথেকে পবিত্র তিথি হিসেবে মানা হয়। হ্যাঁ, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আসছে সেই বহু প্রতীক্ষিত কৌশিকী অমাবস্যা। আর এই বিশেষ দিনে দেবী কালী ও দেবী তারার পূজা হয় সব জায়গায়। আর ভক্তরা নানা রকম আচার-অনুষ্ঠান পালন করে থাকে।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এবছর কবে পড়ছে কৌশিক অমাবস্যা? এমনকি এই কৌশিক অমাবস্যার বিশেষ লগ্নে তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ জানিয়েছেন যে, এদিন কয়েকটি সহজ গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললে বাড়ির সব অশুভ ছায়া দূর হয়ে যায় ও সুখ-শান্তি ফিরে আসে। তো কী সেই নিয়ম? চলুন বিস্তারিত জেনে নিই।
এবছর কবে পড়ছে কৌশিকী অমাবস্যা?
পঞ্জিকা অনুযায়ী, এবছর অর্থাৎ 2025 সালে কৌশিক অমাবস্যা পড়ছে আগামী 5 ভাদ্র, শুক্রবার, ইংরেজি তারিখ 22 আগস্ট, 2025। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5 ভাদ্র সকাল 11:55 মিনিটে এবং অমাবস্যা শেষ হবে 6 ভাদ্র, শনিবার সকাল 11:24 মিনিটে।
মেনে চলুন এই নিয়মগুলি
প্রথমত, কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে যদি সম্ভব হয়, তাহলে উপবাস রাখুন এবং নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন। যারা উপবাসে অসুবিধা অনুভব করেন, তাঁরা অন্তত আমিষ আহার পরিহার করে নিরামিষ আহার ভোজন করার চেষ্টা করুন। পাশাপাশি দেবী কালী বা দেবী তারাকে লাল জবা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে পরিবারের সুখ-শান্তি ফিরে আসবে।
দ্বিতীয়ত, পুজোর আগে ঘর বাড়ি সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলুন। আর বাড়িতে দেবী তারার ছবি বা মূর্তি স্থাপন করে পূজা করুন। সন্ধ্যাবেলা বাড়ির মূল প্রবেশপথের দুই পাশে তিলের তেলের প্রদীপ জ্বালান, আর সম্ভব হলে সারারাত সেই আলো জ্বালিয়ে রাখুন।
আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে পড়ছে শারদ পূর্ণিমা? দেখে নিন দিনক্ষণ, সময়সূচি ও তিথির মাহাত্ম্য
মেনে চলুন এই টোটকাগুলি
গোলক মহারাজ বলছেন, এই কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলা কয়েকটি সহজ টোটকা মানতে হয়। হ্যাঁ, সন্ধ্যাবেলায় একটি কুয়োতে এক চামচ দুধ ফেলুন। যদি কুয়ো না পান, তাহলে মাটিতে একটি ছোট্ট গর্ত করে সেখানে দুধ ঢেলে দিতে পারেন। বিশ্বাস করা হয় যে, এতে জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায়।
এর পাশাপাশি একটি সম্পূর্ণ শুকনো নারকেল নিন, যার ভেতরে একটুও জল থাকবে না। এরপর ওই নারকেলটির একটি দিক ছোট্ট একটি ফুটো করে ভিতরে সামান্য পরিমাণে চিনি ঢেলে দিন। এরপর বাড়ি থেকে সামান্য দূরে গিয়ে মাটিতে সেটিকে পুঁতে দিন এবং লক্ষ্য রাখুন যে, ফুটোটি যেন উপরের দিকে থাকে। আর এই কাজটি কাউকে না দেখিয়ে গোপনভাবেই করতে হবে। এতে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং শুভ শক্তি প্রবেশ করবে।