কৌশিকী অমাবস্যার দিন এই নিয়ম মেনে করুন পূজা! জীবন থেকে দূর হবে সব বাঁধা

Published:

Kaushiki Amavasya 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভাদ্র মাসের অমাবস্যা তিথি মানেই ভক্তদের কাছে এক বিশেষ উন্মাদনা। হ্যাঁ, এই তিথিটিই হিন্দু ধর্মআঃবলম্বীদের কাছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) নামে পরিচিত। পুরাণ মতে, এই দিনে দেবী কৌশিকী অসুর শম্ভু এবং নিশম্ভুকে বধ করে তিনলোকে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই কৌশিকী অমাবস্যা শুধুমাত্র কোনো তিথি নয়, বরং শুভশক্তি জাগরণের দিন। আর এই দিনটিকে ভক্তিভরে পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় ও ঘরে সুখ-শান্তি ফেরে।

দেবী কৌশিকীর আবির্ভাবের কাহিনী

পুরাণে কথিত রয়েছে যে, শম্ভু এবং নিশম্ভু অসুর ভগবান ব্রহ্মার বর পেয়ে অপরাজেয় হয়ে উঠেছিল। তাদের অত্যাচারে দেবতারা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েন। তখন দেবী পার্বতী নিজের দেহকোষ থেকেই এক ভয়ংকর শক্তির জন্ম দেয়। হ্যাঁ, সেই শক্তিই হলেন দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যার দিনে তিনি অসুর দমন করে ধর্ম এবং শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আর সে কারণেই এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।

2025 সালের কৌশিকী অমাবস্যা কত তারিখে পালিত হবে?

পঞ্জিকা বলছে, 2025 সালের কৌশিকী অমাবস্যা পরপর দুইদিন পরছে—22 এবং 23 আগস্ট। কৌশিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22 আগস্ট, শুক্রবার সকাল 11:58 মিনিটে, নিশি পালন হবে 22 আগস্ট, শুক্রবার রাতে। পাশাপাশি তিথি শেষ হচ্ছে 23 আগস্ট, শনিবার দুপুর 11:37 মিনিটে। অতএব এই দুটি দিন ভক্তদের জন্য অত্যন্ত শুভ সময়। 

তন্ত্রশাস্ত্র বলছে, কৌশিকী অমাবস্যা দিনে মন্ত্র জপ, পূজা বা সাধনা করলে জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। পাশাপাশি শুভ শক্তির প্রভাব বাড়ে। সাধকরা বলছে, এই দিন যদি ভক্তি ভরে সাধনা করা হয়, তাহলে সাধারণ দিনের তুলনায় আরো বেশি ফলপ্রসু হয়।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীর দিন এই নিয়ম মেনে করুন লোকনাথ ব্রহ্মচারীর পূজা! পূরণ হবে সমস্ত মনস্কামনা

কীভাবে করবেন কৌশিকী আমাবস্যার ব্রত?

উল্লেখ্য, কৌশাকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্ত্র জপ করলে সমস্ত বাঁধা দূর হয়ে যায় বলে কথিত রয়েছে। সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এমনকি গর্ত বা কুয়োর মধ্যে এক চামচ দুধ ঢেলে দিলে জীবনে সুখ-শান্তি ফিরে আসে। পাশাপাশি নারকেলের ভেতরে চিনি ভরে মাটিতে পুঁতে দিলে অশুভ শক্তি বিনাশ হয় এবং বাড়ির পুরনো ও ছেঁড়া পোশাক ফেলে দিলে অমঙ্গল দূর হয়।

প্রসঙ্গত, এই বিশেষ দিনে তারাপীঠসহ বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ে। তন্ত্রসাধকরা এই দিনের জন্যই অপেক্ষা করে থাকেন গোটা বছর ধরে। কারণ আধ্যাত্মিক মুক্তি ও সিদ্ধি লাভের জন্যই কৌশিকী অমাবস্যা সবথেকে গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join