সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) সময় আমরা প্রায়সই শুনে থাকি ‘মহাষষ্ঠী’, ‘মহাসপ্তমী’! এমনকি পঞ্জিকাতেও এই শব্দ লেখা থাকে। আদৌ কি ষষ্ঠী, সপ্তমীকে ‘মহা’ আখ্যা দেওয়া যায়? শাস্ত্র কী বলছে? চলুন বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।
দেখুন, দুর্গাপুজো শুরু হয় চতুর্থী থেকে আর শেষ হয় বিজয়া দশমী দিয়ে। আর প্রতিটি দিনেরই আলাদা আলাদা মাহাত্ম্য, আচার ও তাৎপর্য রয়েছে। কিন্তু ‘মহা’ শব্দটি শাস্ত্র মতে শুধুমাত্র দুটি দিনকেই দেওয়া হয়। আর তা হল অষ্টমী এবং নবমী।
ষষ্ঠীতে দেবীর আগমনের সূচনা
কালিকাপুরাণে কথিত রয়েছে “বোধয়েদ্বিল্বশাখাসু ষষ্ঠ্যাং দেবী ফলেষু চ।” অর্থাৎ, ষষ্ঠী তিথির দিন বেল গাছের ডাল দিয়ে দেবীর বোধন করতে হয়। আর এই দিন বোধন, অধিবাস এবং দেবীর আমন্ত্রণ করা হয়। অর্থাৎ, দেবীকে আনুষ্ঠানিকভাবেই আহ্বান করা হয়। তাই ষষ্ঠীর দিন কোনও ‘মহা’ শব্দের প্রয়োগ করা উচিত নয়।
সপ্তমীতে পুজোর সূচনা
সপ্তমী থেকেই মূলত দেবীর পূজা শুরু হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, “সপ্তম্যাং বিল্বশাখাং তামাহৃত্য প্রতিপূজয়েৎ।” অর্থাৎ, সপ্তমীর দিন দেবীকে পুজোর মাধ্যমে আহ্বায়ন করতে হয়। আর এদিন থেকেই মূল পুজো আরম্ভ হয়। কিন্তু ‘মহা’ শব্দ শাস্ত্রে সপ্তমীর দিন যুক্ত হয়নি। তাই সপ্তমীকে পুজোর প্রথম ধাপ বলা হয়। আধ্যাত্মিক মতে, এটি অষ্টমী বা নবমীর কোনও সমকক্ষ দিন নয়।
অষ্টমী এবং নবমীই মহা?
ধর্মীয় শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, দুর্গোৎসবের সমস্ত তিথির আগে ‘মহা’ শব্দ বসানো যায় না। অষ্টমীকে বলা হয় দেবীর আবির্ভাবের দিন। আর এইদিন দেবী ত্রিলোকের মহা দুঃখকে বিনাশ করেন। তাই একে ‘মহাষ্টমী’ বলা হয়। আবার নবমীকে ধরা হয় দেবীর মহাসম্পদ প্রদানকারী তিথি। তাই এই দিনকে ‘মহানবমী’ বলা হয়। কালিকাপুরাণে কথিত রয়েছে, আশ্বিন মাসের অষ্টমী তিথি দেবীর পরম প্রীতিকর দিন। তাই এদিনকে ‘মহাষ্টমী’ বলা হয়। আর তারপর নবমী তিথি হল ‘মহানবমী’।
তবে আজকাল পঞ্জিকা এবং সাংস্কৃতিক মতে ষষ্ঠী ও সপ্তমীর সঙ্গেও ‘মহা’ শব্দ যুক্ত করে দেওয়া হয়। বাঙালি আবেগে ভর করে অনেকেই বলে ফেলে, ‘মহাষষ্ঠী’ কিংবা ‘মহাসপ্তমী’। কিন্তু শাস্ত্রমতে এগুলির কোনও ব্যাখ্যা নেই।
আরও পড়ুনঃ ১৭ জন ছাত্রীকে যৌন হেনস্থা! অবশেষে চৈতন্যানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ
দশমী তাহলে কেন ‘মহা’ নয়?
প্রসঙ্গত, দুর্গাপুজোর সমাপ্তি হয় নবমীর দিন। দশমী হল বিসর্জনের আবহ আর নতুন সূচনার প্রতীক। তাই দশমীকেও ‘মহা’ বলা হয় না।