সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দু সংস্কৃতিতে পূর্ণিমার সঙ্গে একটি বিশেষ যোগ রয়েছে। প্রতিমাসের শেষের এই পূর্ণিমা তিথি ধর্ম এবং আধ্যাত্মিকভাবে একেবারে পরিপূর্ণ থাকে। তবে আষাঢ় মাসের পূর্ণিমার দিনটি একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই দিনটি যে সে পূর্ণিমা নয়, বরং গুরু পূর্ণিমা (Guru Purnima 2025) নামেই পুরাণে পরিচিত।
এ বছর কবে পড়ছে গুরু পূর্ণিমা ? | Guru Purnima 2025 Date And Time
বেশ কয়েকটি নথি এবং পঞ্জিকা ঘেঁটে জানা গেল, এ বছর গুরু পূর্ণিমা পড়ছে 10 জুলাই, বৃহস্পতিবার। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 10 জুলাই রাত 1:36 মিনিটে এবং তিথি শেষ হচ্ছে 11 জুলাই রাত 2:06 মিনিটে।
তবে হ্যাঁ, এই দিন আরও বিশেষ কিছু মুহূর্ত রয়েছে। প্রথমত ব্রহ্মমুহূর্ত, যা ভোর 4:10 থেকে শুরু হবে এবং 4:50 পর্যন্ত থাকবে। দ্বিতীয়ত অভিজিৎ মুহূর্ত, যা দুপুর 11:59 থেকে শুরু হবে এবং 12:54 মিনিট পর্যন্ত থাকবে। তৃতীয়ত বিজয় মুহূর্ত, যা দুপুর 12:45 থেকে শুরু হবে এবং 3:40 মিনিট পর্যন্ত থাকবে এবং চতুর্থত গোধূলি মুহূর্ত, যা সন্ধ্যা 7:21 মিনিটে শুরু হবে এবং 7:41 মিনিট পর্যন্ত থাকবে।
গুরু পূর্ণিমার বিশেষ আচার বিধি
পুরাণ বলছে, গুরু পূর্ণিমার দিন খুব ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার এবং শুদ্ধ বস্ত্র পড়া উচিত। আর যদি সম্ভব হয়, তাহলে নদীতে বা পবিত্র জলাশয়ে স্নান করা সবথেকে শুভ। তবে যদি সম্ভব না হয়, তাহলে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিতে পারেন।
এরপর গুরুদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে ফল, ফুল, ধূপ-ধুনো দিয়ে ভক্তিভরে তাদের পূজা করতে হয়। শিষ্য হিসেবে গুরুদের কাছে সবসময় মাথা নত করে কৃতজ্ঞতা জানানো দরকার এদিন। এমনকি এই দিনটি শুধুমাত্র গুরু নয়, বরং লক্ষ্মী ও বিষ্ণুদেবের আরাধনা করার জন্যও বিশেষ দিন। তারা জীবন থেকে সমস্ত অভাব দূর করে আশীর্বাদ দেয় বলে বিশ্বাস করা হয়। আর রাত্রিবেলা যখন আকাশে চাঁদ দেখা যায়, তখন সেই চন্দ্র দর্শনও করা উচিত।
আরও পড়ুনঃ ৭৫,০০০ টাকায় রাজপ্রাসাদ বিক্রি, শেষ জীবনে চালান রিকশা! জানেন এই রাজার গল্প?
কেন গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনটি?
পৌরাণিক মতে, এই দিন মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তিনি মহাভারত, বেদ সহ অসংখ্য পুরাণের রচয়িতা। তার বিদ্যা এবং জ্ঞানের সামনে গোটা পৃথিবীও হার মেনে যায়। আর গুরু পূর্ণিমার দিন তাকে স্মরণ করে তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করলে জীবনের সমস্ত অন্ধকার মুছে যায় বলেই মনে করেন বেশ কিছু আধ্যাত্মিক গুরু। তাই এই বিশেষ দিনে পরিপাটি হয়ে দিনটিকে নিজের করে তুলুন এবং জীবন থেকে সমস্ত কুপ্রভাব দূর করে ফেলুন।