ড.শুভদীপ বন্দ্যোপাধ্যায়: কার্তিক মাসের পূর্ণিমা (Kartika Purnima 2025) তিথিতে সাড়ম্বরে পালিত হয় আলোর উৎসব দেব দীপাবলি (Dev Deepawali 2025)। প্রচলিত বিশ্বাস – সহস্র প্রদীপ জ্বালিয়ে এই দীপাবলি সর্বপ্রথমে উদযাপিত হয় দেবলোকে। তাই এই উৎসবের নাম দেব দীপাবলি।
দেব দীপাবলির অনুসরণে মর্ত্যেও উদযাপিত হয় আলোর এই উৎসব। অগণ্য প্রদীপের আলোয় সেজে ওঠে মর্ত্যভূমি। বলা হয় – এই আয়োজনের সাক্ষী থাকতে মর্ত্যে নেমে আসেন স্বয়ং দেবতারাও। তাই সনাতন ধর্মে এই দেব দীপাবলির গুরুত্ব অসীম।
দেব দীপাবলির সঙ্গে সংযুক্ত আছে বেশ কয়েকটি কাহিনিও। এর মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনিটি সংযুক্ত দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কী সেই কাহিনি? কথিত আছে, কার্তিক পূর্ণিমার দিন দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করে তার অত্যাচার থেকে মুক্ত করেছিলেন দেবতাদের। কঠোর তপস্যা করে ব্রহ্মার বরে এই ত্রিপুরাসুর এক সময় হয়ে ওঠেন অপরাজেয়। ত্রিপুরাসুরের তিন পুত্র তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যুন্মালিকে অভিজিৎ মুহূর্তে একটি মাত্র তীর দিয়ে বধ করলে – তবেই মৃত্যু নির্দিষ্ট ছিল ত্রিপুরাসুরের। আর এই কারণেই ত্রিপুরাসুর হয়ে ওঠে প্রায় অমর।
শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেব এই ত্রিপুরাসুরকে বধ করেন। দেবাদিদেব মহাদেবের সেই মহা বিজয়ের স্মরণে দেবতারা কার্তিক পূর্ণিমার এই দিনটিতে দীপাবলি পালন করেন। ত্রিপুরাসুরকে বধ করার পর দেবাদিদেব ত্রিপুরারি নামেও পরিচিত হন। আর কার্তিক পূর্ণিমা পরিচিত হয় ত্রিপুরারি পূর্ণিমা নামেও।
অন্য আর একটি মত অনুযায়ী, আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান। তিনি জাগরিত হন কার্তিক মাসের শুক্লা একাদশীতে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবী তুলসীর সঙ্গে। কার্তিক পূর্ণিমায় সমস্ত দেব দেবীরা সেই উপলক্ষে আরতি করেন প্রদীপ জ্বালিয়ে। দেব দীপাবলি পালনের সূচনা সেই থেকেই।
আরেকটি মত অনুসারে, বামন দেবের স্মরণে সমস্ত দেবতা গঙ্গার পাড়ে প্রদীপ জ্বালিয়ে একত্রে কার্তিক মাসের পূর্ণিমা উদযাপন করেছিলেন। সেই থেকেই এই দেব দীপাবলি পালিত হয়ে আসছে।
দেব দীপাবলির দিন দেবতাদের উদ্দেশে প্রদীপ জ্বালানোর প্রথা আছে। এই উপলক্ষে বেনারস এবং হরিদ্বারের ঘাটগুলো আলোর মালায় সুসজ্জিত হয়ে ওঠে। লক্ষ লক্ষ প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে চারিদিক। অন্ধকারের বুকে আলোর সেই রোশনাই সৃষ্টি করে এক অপূর্ব সৌন্দর্য। দেশ বিদেশের অগণিত মানুষ ভিড় জমান সেই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে। তবে আজ আর এই উৎসব সীমাবদ্ধ নয়। আজ সনাতন ধর্মাবলম্বীরা প্রায় সর্বত্রই পালন করেন এই দেব দীপাবলি।












