প্রীতি পোদ্দার, কলকাতা: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা…” ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনা এবং ভাই-বোনের সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশে প্রতি বছর উদযাপন করা হয় ভ্রাতৃদ্বিতীয়া (Bhai Phota 2025)। কালীপুজোর পর্ব মিটতে না মিটতেই চলে আসে ভাই-বোনের বন্ধনের এই অপূর্ব উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উচ্চারিত হয়ে থাকে। কোথাও ভাইদুজ, ভ্রাতৃদ্বিতীয়া তো কোথাও আবার ভাইদ্বিতীয়া বা ভাইফোঁটা। আ তার সঙ্গে চলে দেদার খাওয়াদাওয়া, হাসি, আড্ডা এবং ভরপুর মজা। কিন্তু এ বছর কবে পড়ছে ভাইফোঁটা?
জয়টিকা থেকেই শুরু হয়েছে ভাইফোঁটা
হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া পালিত হয় ঘরে ঘরে। এ যেন শ্রীকৃষ্ণের কপালে বোন সুভদ্রার জয়টিকা পরিয়ে দেওয়ার মহা উৎসব। হিন্দুশাস্ত্র মতে, নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন। বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচল। তাইতো ভাইফোঁটার দিন সকাল সকাল ভাই-দাদাদের কপালে চন্দন কিংবা দইয়ের ফোঁটা পরিয়ে মনে মনে মঙ্গল কামনা করেন বোনেরা।
কবে পড়েছে ভাইফোঁটা?
সাধারণত প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার প্রথা রয়েছে। তবে অনেক জায়গাতে দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার চল রয়েছে। জানা গিয়েছে, এ বছর শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর, রাত্রি ৮টা ১৬ মিনিতে। যা শেষ হবে পরের দিন ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট। অর্থাৎ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার দ্বিতীয়া, যা অত্যন্ত শুভ। তবে এই বিশুদ্ধ পঞ্জিকা মতে। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, দ্বিতীয়া তিথি আরম্ভ হবে ২২ অক্টোবর, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ৩ সেকেন্ডে এবং শেষ হবে পরেরদিন অর্থাৎ ২৩ অক্টোবর, রাত ৮টা ১৯ মিনিট ৪ সেকেন্ডে।
আরও পড়ুন: পুলিশ সেজে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি! উলুবেড়িয়ায় ধৃত হোমগার্ড
উল্লেখ্য, ভাইফোঁটার এই শুভ লগ্নে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন এবং তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে থাকেন। এরই সঙ্গে চলে উপহার বিনিময় ও খাওয়াদাওয়ার পালা। তবে ভাইফোঁটা পালনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা অত্যন্ত জরুরি। শাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটা নিয়ম পালন করলেই নাকি ভাই বোনের জীবন সুখশান্তিতে ভরে ওঠে এবং তাঁদের সম্পর্কে চিরজীবন অটুট থাকে।