২০২৫ সালে কোন কোন তারিখে পড়ছে অমাবস্যা? দেখুন সময়সূচি, দিনক্ষণ এবং তিথি-নক্ষত্র

Published:

Updated:

List of Amavasya 2025 Date And Time
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: অমাবস্যা মানেই যেন এক আধ্যাত্মিক লগ্ন! পূর্বপুরুষদের স্মরণ করা থেকে শুরু করে জীবনের গভীর উপলব্ধি এবং আত্মশুদ্ধির দিন এটি! হিন্দু ধর্মে অমাবস্যার গুরুত্ব অপরিসীম! বছরের প্রতিটি মাসেই এই নিঃশব্দ রাতের নিঃসঙ্গতার সাক্ষী হন হাজার হাজার মানুষ। আর এদিন পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুরাণে কথিত রয়েছে, অমাবস্যা তিথিতে নিজের জন্মকুণ্ডলীতে চন্দ্র দোষ থাকলে তা কাটাতে হয়। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ২০২৫ সালে ঠিক কবে কবে পড়ছে এই অমাবস্যার (Amavasya 2025) পূর্ণ তিথি? সময়সূচী কী রয়েছে, কখন লাগছে এবং কখন ছাড়াচ্ছে? চলুন সবটা জানিয়ে দিচ্ছি আজকের এই প্রতিবেদনে।

অমাবস্যা মানেই নীরব প্রার্থনার দিন

অমাবস্যা তিথি মানেই যেন শুভ কাজ এড়িয়ে চলার দিন। কোনও গৃহপ্রবেশ নয়, কোনও বিয়ে বা নামকরণ নয়, তবে এই দিনই আবার পূর্ণ স্নান বা পিতৃ তর্পণ বা পিন্ডদানের মতো কাজগুলোর জন্য অত্যন্ত শুভ। অনেকেই এদিন গঙ্গা স্নান করেন বা ব্রাহ্মণ ভোজন করান। এমনকি পূর্বপুরুষদের জন্য আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় অমাবস্যার পূর্ণ তিথিতে।

শাস্ত্র বলছে, অমাবস্যায় চাঁদের শক্তি সবথেকে কম হয়। যারা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্ম কুন্ডলীতে চন্দ্র দোষে ভোগেন, তাদের নেতিবাচক প্রভাব পড়ে এই দিন। এমনকি অকারণে বিষন্নতা, ক্লান্তি বা আর্থিক ক্ষতির সম্মুখীন হন এই সমস্ত মানুষজন। তাই এইদিন শিবের আরাধনা করলে লাভবান হওয়া যায় বলে কথিত রয়েছে। 

২০২৫ সালের কবে কবে পড়ছে অমাবস্যা?

দেখুন, বর্তমানে চলছে জুলাই মাস। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অমাবস্যার পূর্ণ তিথিগুলি ইতিমধ্যেই কেটে গিয়েছে। তাই আমরা জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত অমাবস্যার তালিকার বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি।

  • শ্রাবণ অমাবস্যা- ২৪ জুলাই, ২০২৫। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২৪ তারিখ রাত ২:২৮ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২৫ তারিখ রাত ১২:৪০ মিনিটে।
  • ভাদ্রপদ আমাবস্যা- ২২ আগস্ট, ২০২৫। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২২ তারিখ সকাল ১১:৫৫ মিনিটে এবং অমাবস্যা শেষ হচ্ছে ২৩ তারিখ সকাল ১১:৩৫ মিনিটে। 
  • অশ্বিনী অমাবস্যা- ২১ সেপ্টেম্বর, ২০২৫। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২১ তারিখ রাত ১২:১৬ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২২ তারিখ রাত ১:২৩ মিনিটে।
  • কার্তিক অমাবস্যা- ২১ অক্টোবর, ২০২৫। অমাবস্যা শুরু হচ্ছে ২০ তারিখ বিকাল ৩:৪৪ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২১ তারিখ সন্ধ্যা ৫:৫৪ মিনিটে। 
  • মার্গশীর্ষ অমাবস্যা- ২০ নভেম্বর, ২০২৫। অমাবস্যা শুরু হচ্ছে ১৯ তারিখ সকাল ৯:৪৩ মিনিটে এবং অমাবস্যা ছড়াচ্ছে ২০ তারিখ দুপুর ১২:১৬ মিনিটে।
  • পৌষা অমাবস্যা- ১৯ ডিসেম্বর, ২০২৫। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৯ তারিখ ভোর ৪:৫৯ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে ২০ তারিখ সকাল ৭:১২ মিনিটে।

আরও পড়ুনঃ ২০২৫ সালে কোন কোন দিন পড়ছে পূর্ণিমা? দেখুন তারিখ, সময়সূচি, তিথি-নক্ষত্র

তবে এই সমস্ত অমাবস্যার মধ্যেও এমন কিছু বিশেষ তিথি রয়েছে বা বিশেষ কিছু অমাবস্যা রয়েছে, যেগুলি আরও বেশি আধ্যাত্মিক হিসেবে পালন করা হয়। প্রথমত মৌনি অমাবস্যা, যে দিনটিতে নীরবতা পালন করা হয় এবং গঙ্গাস্নান করা হয়। দ্বিতীয়ত, শনিবারি অমাবস্যা, যে দিনগুলিতে শনির দোষ খন্ডন করা হয়। তৃতীয়ত, হরিয়ালী অমাবস্যা, যে দিনটিকে বর্ষার আগমনের জন্য উদযাপন করা হয় এবং সবথেকে বড় মহালয়া অমাবস্যা, যে দিনটিতে দুর্গাপুজোর আগমনী বার্তা ও পিতৃপক্ষের মহাসমাপ্তি হয়ে দেবীপক্ষের শুভ সূচনা ঘটে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join