সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল জন্মাষ্টমী (Janmashtami 2025), অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাৎসব। তবে জন্মাষ্টমী মানে শুধুমাত্র শ্রীকৃষ্ণের আবির্ভাব, এমনটাই নয়। কারণ এই মিলনের দিনই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন রনে বনে জলে জঙ্গলে রক্ষাকারী হিসেবে পরিচিত লোকনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, উত্তর 24 পরগনার অশোকনগরের কচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের জন্ম হয় তাঁর।
পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মাতা কমলা দেবী। কথিত রয়েছে, তিনি নাকি স্বয়ং মহাদেবের অবতার। আর এই বিশেষ দিনে লোকনাথ দেবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস কয়ারা হয়। তবে আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দেব, কীভাবে লোকনাথ দেবের পূজা (Lokenath Puja) করবেন, পূজার আধ্যাত্মিক ও উপকারিতা কী রয়েছে এবং পূজার সময়সীমা কী রয়েছে।
লোকনাথ পূজার নিয়ম ও সময়
লোকনাথ ব্রহ্মচারীর পূজার সেরকম কোনো জটিল বিধি নেই। শুধুমাত্র মন থেকে নিষ্ঠা ভরে তাকে পূজা করলেই তিনি নাকি তুষ্ট হন বলে কথিত রয়েছে। কিন্তু হ্যাঁ, জন্মাষ্টমীতে কিছু বিশেষ নিয়ম মেনে তাঁর পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।
- প্রথমত লোকনাথ ব্রহ্মচারীর পূজা সবসময় দিনের বেলা করাই ভালো। কারণ গোপালের পূজা যেমন রাত্রিবেলা হয়, তেমন লোকনাথ ব্রহ্মচারী দিনের বেলা পূজা করলে বেশি তুষ্ট হন।
- অবশ্যই ভোগে তার প্রিয় মিছরি, অমৃতি, সাদা রঙের মিষ্টি যেমন চিনির পায়েস বা সন্দেশ নিবেদন করার চেষ্টা করুন।
- পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সাদা ফুল বিশেষ করে নীল শাপলা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে হয়।
- বেলপাতা, মৌসুমি ফল এবং ভাত ডালের চচ্চড়ি এবং খিচুড়ি লাবরার তরকারি রান্না করে লোকনাথ বাবাকে নিবেদন করুন।
- বাড়ির এবং আশেপাশের বাচ্চাদেরকে এই বিশেষ দিনে খাওয়ান। এতে ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুনঃ ২০২৫ সালে কত তারিখে পড়ছে রাধাষ্টমী? দেখে নিন সম্পূর্ণ সময়সূচী, পূজার নিয়মাবলী সহ যাবতীয় তথ্য
লোকনাথ পূজার আধ্যাত্মিকতা
জ্যোতিষ বলছে, যাদের জন্ম কুণ্ডলীতে দারিদ্র্যযোগ রয়েছে কিংবা যাদের সন্তান হয় না, তাদের জন্য লোকনাথ পূজা সবসময় বিশেষ উপকারী। এর মাধ্যমে অর্থ কষ্ট তো দূর হয়ই, পাশাপাশি জীবনে সচ্ছলতা ও সমৃদ্ধি ফিরে আসে এবং সন্তান লাভ হয়। কিন্তু একদিনের বদলে প্রতি সোমবার মহাদেব পূজার সঙ্গে সঙ্গে লোকনাথ ব্রহ্মচারীর আরাধনা করতে হয়। লোকনাথ বাবার পূজা করার সময় অবশ্যই “জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয়গুরু লোকনাথ” এই মন্ত্রটি জপ করবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |