চন্দ্রগ্রহণ সময়সূচী ২০২৫: সেপ্টেম্বরে দেখা যাবে ব্লাড মুন, কবে কোথা থেকে দৃশ্যমান হবে জানুন

Published on:

Lunar Eclipse 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2025) মানেই এক আধ্যাত্মিক জাগরণ! 2025 সালের সেপ্টেম্বর মাসে ঠিক এই অসাধারণ মহাজগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব! কারণ, 7 সেপ্টেম্বর, 2025 রাতের আকাশে দেখা যাবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে ব্লাড মুন বা রক্তিম চাঁদও বলা হয়। তবে প্রশ্ন থাকছে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, আর কখনই বা দৃশ্যমান হবে? চলুন জেনে নেই সবটা এই প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

EarthSky-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই পূর্ণ চন্দ্রগ্রহণটি গোটা বিশ্বকে এক বিরল সৌন্দর্যের সাক্ষ্য দেবে। কারণ পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবার এক গভীর লালচে রঙের রূপ নেবে। ফলে চাঁদকে একেবারে রক্তিম আলোকপ্রভার মতো দেখাবে। তবে এই রক্তিম চাঁদের দৃশ্য আসলে কাদের কপালে জুটবে? চলুন জেনে নেওয়া যাক।

কখন ঘটবে চন্দ্রগ্রহণ?

ভারতীয় সময় অনুযায়ী—

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
  • পেনামব্রাল গ্রহণ শুরু হবে রাত 8:58 মিনিটে।
  • আংশিক গ্রহণ শুরু হবে রাত 9:56 মিনিটে।
  • সম্পূর্ণ গ্রহণ শুরু হবে রাত 11:00 টার সময়।
  • সর্বোচ্চ গ্রহণ হবে রাত 11:41 মিনিটে।
  • সম্পূর্ণ গ্রহণ শেষ হবে 8 সেপ্টেম্বর, রাত 12:23 মিনিটে।
  • আংশিক গ্রহণ শেষ হবে 8 সেপ্টেম্বর, রাত 1:26 মিনিটে।
  • পেনামব্রাল গ্রহণ শেষ হবে রাত 2:25 মিনিটে।

বলে দিই, এই সম্পূর্ণ গ্রহণ পর্যায়টি মোটামুটি 83 মিনিট ধরে থাকবে। আর এই সময়ে চাঁদ সম্পূর্ণ রূপে পৃথিবী ছায়ায় ঢেকে যাবে।

কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ?

জানা গিয়েছে, চন্দ্রগ্রহণটি মূলত আন্টার্টিকা, অস্ট্রেলিয়া, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশ, ইউরোপ, আফ্রিকা এবং ইন্ডিয়ান ও প্যাসিফিক মহাসাগরের পশ্চিমাংশ থেকে দৃশ্যমান হবে। ভারত থেকে সম্পূর্ন চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে এবং রাতের আকাশে চোখ রাখলেই এই অপরূপ সৌন্দর্যের দৃশ্য আমাদের সামনে ভেসে উঠবে।

তবে চন্দ্রগ্রহণ দেখার জন্য আলাদা করে কোনোরকম যন্ত্রপাতির প্রয়োজন নেই। খালি চোখেই এটিকে নিরাপদ ভাবে দেখা যাবে। চাইলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে পারেন। তাহলে গ্রহণের প্রতিটি মুহূর্ত স্পষ্টভাবে উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত, এই রাতে চাঁদের আশেপাশে শনি গ্রহের ঝলক এবং ফোমালহাউট নামের উজ্জ্বল তারাকেও দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ সূর্যগ্রহণ সময়সূচী 2025: দেখে নিন কবে কবে পড়ছে, কোথা থেকে দেখা যাবে

কেন বলা হচ্ছে ব্লাড মুন বা রক্তিম চাঁদ?

সেপ্টেম্বর মাসের এই পূর্ণিমাকে প্রথাগতভাবেই কর্ণ মুন বা ভুট্টা পূর্ণিমা বলা হয়। কারণ এই সময়টি কৃষি প্রধান সমাজে ভুট্টা কাটার ঋতু হিসেবেই পরিচিত। যদিও এটিকে অনেকে হারভেস্ট মুন ভেবে থাকে। তবে 2025 সালের হারভেস্ট মুন 6-7 অক্টোবরই আসবে। তবে এই চন্দ্রগ্রহণে চাঁদকে দেখতে অনেকটা হারভেস্ট মুনের মতোই সুন্দর লাগবে।

কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি, এই সম্পূর্ণ চন্দ্রগ্রহণের ঠিক 14 দিন পর, অর্থাৎ 21 সেপ্টেম্বর, 2025-এ আবারো আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আর এই দুই গ্রহণ একসঙ্গে পড়ে একটি গ্রহণ ঋতু তৈরি করবে, যা প্রতি বছরে দুই থেকে তিনবার হয়ে থাকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group