সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় সূর্যগ্রহণ (Solar Eclipse 2025) মানেই ছিল আতঙ্কের রহস্য! তবে, এখন বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে সূর্যগ্রহণকে প্রাকৃতিক ঘটনা বলেই মানে সবাই। পঞ্জিকা বলছে, 2025 সালে ঠিক দু’দুটি সূর্যগ্রহণ ঘটবে। কিন্তু কবে কবে সেই দিনগুলি? ভারতবাসীর চোখে কি পড়বে এই সূর্যগ্রহণ? চলুন জেনে নেওয়া যাক সবটা।
কী এই সূর্যগ্রহণ?
সূর্যগ্রহণ ঠিক তখনই ঘটে, যখন চাঁদ, পৃথিবী আর সূর্য একই সরলরেখায় আসে। হ্যাঁ, সূর্যের আলো যখন আংশিক বা সম্পূর্ণ ভাবে পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই ঘটে এই সূর্যগ্রহণ। এমনকি এই গ্রহণ আংশিক, পূর্ণগ্রাস বা বলয়গ্রাস হতে পারে। নির্ভর করে শুধুমাত্র সূর্য, চাঁদ আর পৃথিবীর অবস্থানের উপর। হিন্দু ধর্মে সূর্যগ্রহণ আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ শুদ্ধিচর্চা আর ধ্যানের বিশেষ সময় বলা হয় এই দিনটিকে।
2025 সালে কবে কবে হবে সূর্যগ্রহণ?
পঞ্জিকা থেকে জানা গেল, 2025 সালে মোট দুটি সূর্যগ্রহণ ঘটবে। আর দুটিই আংশিক সূর্যগ্রহণ। যদিও প্রথম গ্রহণটি ইতিমধ্যেই কেটে গিয়েছে। আর সেটি ছিল 29 মার্চ, 2025। এই গ্রহণটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে দেখা গিয়েছিল। ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হয়নি।
তবে দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে আগামী 21 সেপ্টেম্বর, 2025। এটিও আংশিক গ্রহণ। আর এই গ্রহণটি অস্ট্রেলিয়া, আন্টার্টিকা এবং আশেপাশের প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের অঞ্চলগুলি থেকে দেখা যাবে। ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। বলে রাখি, এই গ্রহণটি দৃশ্যমান হবে আন্তর্জাতিক সময় 21:53 মিনিটে।
আরও পড়ুনঃ আজ রাতের মধ্যেই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে! দাবি চাকরিহারাদের
তবে এখানে জানিয়ে রাখি, হিন্দু শাস্ত্র মতে সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই অশুভ সময় হিসেবে ধরা হয়। আর গ্রহণ শেষ হওয়ার পর অশুভ সময় শেষ হয়। কিন্তু এই নিয়ম শুধুমাত্র সেই সমস্ত অঞ্চলেই প্রযোজ্য হয়, যেখানে এই গ্রহণ দৃশ্যমান হয়। তাই 2025 সালের এই দুই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না যাওয়ায় কোনোরকম অশুভ সময় হিসেবে মানার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |