সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দু ধর্মে শ্রাবণ মাস মানেই আধ্যাত্মিকতা এবং পবিত্রতায় পরিপূর্ণ। আর সেই শ্রাবণ মাসের পূর্ণিমা মানে শ্রাবণ পূর্ণিমা (Srabon Purnima 2025) আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। একদিকে এই দিনটি শিবের আরাধনার জন্য যেমন শুভ, অন্যদিকে এই দিনটিকে রাখি বন্ধন উৎসব হিসেবে পালন করা হয়।
সবথেকে বড় ব্যাপার, 2025 সালের এই বিশেষ দিনটি তিনটি শুভ যোগের মধ্যে পড়ছে। আর সেজন্যই ধর্মপাগল মানুষদের মধ্যে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। তবে কোন দিন পড়ছে শ্রাবণ মাসের পূর্ণিমা? সময়সীমা কী রয়েছে? বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
শ্রাবণ মাসের পূর্ণিমার তারিখ | Srabon Purnima 2025 Date And Time |
পঞ্জিকা ঘেঁটে জানা গেল, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 8 আগস্ট দুপুর 2:12 মিনিটে, আর পূর্ণিমা তিথি শেষ হবে আগামী 9 আগস্ট দুপুর 1:24 মিনিটে। যেহেতু উদয় তিথি অনুসারে পূর্ণিমা পালিত হয়, তাই শ্রাবণ মাসের পূর্ণিমাটি পালিত হবে আগামী 9 আগস্ট, শনিবার।
কীভাবে পালন করবেন শ্রাবণ পূর্ণিমা?
শ্রাবণ পূর্ণিমার এই আধ্যাত্বিক দিনে চাঁদের পূজা করার মধ্যে বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেহেতু তিথি শুরু হচ্ছে 8 আগস্ট দুপুরবেলা, তাই ব্রত পালন করা হবে 8 আগস্ট, শুক্রবার। কারণ এই দিন সন্ধ্যাবেলা চন্দ্র আরাধনার জন্য শ্রেষ্ঠ সময়। এদিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:42 মিনিটে। আর এই চাঁদের পূজোর মাধ্যমে সমস্ত মানসিক শান্তি ফিরে আসবে এবং চন্দ্র দোষ থেকেও মুক্তি পাওয়া যাবে বলে বিশ্বাস করা হয়।
ধর্ম শাস্ত্র বলছে, পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে যদি স্নান এবং দান করা যায়, তাহলে পূর্ণ লাভ করা যায়। আর সেই অনুযায়ী, আগামী 9 আগস্ট, শনিবার ভোর 4:22 মিনিট থেকে 5:04 মিনিটের মধ্যে স্নান বা দান সেরে নিতে হবে। এই সময় গঙ্গাস্নান করতে পারেন, কিংবা পবিত্র জল দ্বারা স্নান করলে সমস্ত পাপ খন্ডে যাবে।
আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে কার্তিক পুজো? পূর্ণিমার সময়সূচি ও নিয়ম দেখে নিন
মিলন ঘটছে তিনটি শুভ যোগের
2025 সালের শ্রাবণ মাসের পূর্ণিমা আরো বিশেষ হয়ে উঠছে কারণ, এইদিন তিনটি শুভ যোগের মিলন ঘটছে। হ্যাঁ, সৌভাগ্য যোগ, শোভন যোগ, আর সর্বার্থসিদ্ধি যোগের মিলন ঘটবে এই বিশেষ দিন। 9 আগস্ট ভোর থেকে 10 আগস্ট রাত 2:15 মিনিট পর্যন্ত থাকবে সৌভাগ্য যোগ। পাশাপাশি গোটা দিনটিতেই শোভন যোগ বিরাজ করে থাকবে। আর সকাল 5:47 মিনিট থেকে দুপুর 3:23 মিনিট পর্যন্ত থাকবে সর্বার্থসিদ্ধি যোগ। আর এই যোগগুলির মিলনের সময়কালে পূজা, ব্রত, দান বা সংস্কার করলে মনস্কামনা পূর্ণ হয়।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই শ্রাবণ পূর্ণিমার দিন ভগবান শিবকে জলাভিষেধ করলে জীবনের সমস্ত বাধা ও পাপ বিনাশ হয়। পাশাপাশি লক্ষী-নারায়ণ পূজা করলে ধন-দৌলত ফিরে আসে। আর পৌরাণিক মতে, এই দিনটিতে নারায়ন হয়গ্রীব অবতার হয়ে দানব হয়গ্রীবকে বধ করেছিল। পাশাপাশি এই দিনটি ব্রাহ্মণ বালকদের সেবা করার জন্যও সবথেকে উপযুক্ত সময়। আর ভাই-বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি পূর্ণিমা এই বিশেষ দিনটিতেই পালিত হয়।