সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বর মাসের সাথে যেন আকাশের এক জাদু রয়েছে। শুরুতেই 7 সেপ্টেম্বর গোটা বিশ্বে লালা আভায় রঞ্জিত হয়েছিল চাঁদ। হ্যাঁ, ঘটেছিল বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসছে আবারও এক মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ (Solar Eclipse 2025)। জানা যাচ্ছে, চন্দ্রগ্রহণের ঠিক 15 দিন পর অর্থাৎ আগামী 21 সেপ্টেম্বর আকাশে দেখা যাবে এ বছরের শেষ সূর্যগ্রহণ। ফলে জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের আগ্রহ এখন আকাশের দিকে।
কবে এবং কেমন হবে সেই গ্রহণ?
জানা যাচ্ছে, আগামী 21 সেপ্টেম্বর একটি আংশিক সূর্যগ্রহণ ঘটবে। অর্থাৎ চাঁদ সম্পূর্ণ নয়, বরং আংশিকভাবে সূর্যকে ঢেকে দেবে। আকাশে সূর্যকে দেখা যাবে একটি বাঁকা অর্ধচন্দ্রাকৃতির মতো আকারে। জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে ‘Equinox Eclipse’ হিসেবে আখ্যায়িত করছেন। কারণ এটি ঘটছে সেপ্টেম্বর ঠিক আগে। আর সেই সময় পৃথিবীর দিনরাত প্রায় সমান হয়। ফলে ঘটনাটিকে আরো আকর্ষণীয় করে তুলছে।
কারা দেখতে পাবে এই দৃশ্য?
জানা যাচ্ছে, দক্ষিণ গোলার্ধের আকাশপ্রেমীদের জন্য এটি দারুণ অভিজ্ঞতা হিসাবে ধরা দেবে। মূলত নিউজিল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চলে ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এই গ্রহণ দৃশ্যমান হবে। নিউজিল্যান্ডের ডানেডিন শহরে সূর্যের প্রায় 72% পর্যন্ত ঢেকে যাবে। এমনকি আন্টার্কটিকার কিছু অঞ্চলেও এই বিরল দৃশ্য ধরা পড়বে।
ভারত থেকে কি দেখা যাবে?
প্রসঙ্গত ভারতের মানুষদের জন্য খারাপ খবর যে, এই সূর্যগ্রহণ আমাদের চোখে দৃশ্যমান হবে না। এমনকি টেলিস্কোপ কিংবা খালি চোখেও তা দেখার সুযোগ মিলবে না। ফলে ধর্মীয় বা আচারগত ভাবে এর কোনও প্রভাব পড়ছে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে এবং বুধের সঙ্গে বুদ্ধাদিত্য রাজযোগ তৈরি হবে।
আরও পড়ুনঃ OBC মামলার জট কাটলেই দমকলে নিয়োগ করা হবে প্রচুর কর্মী, জানালেন মন্ত্রী
তবে ভারতে এই গ্রহণ দেখা না গেলেও জ্যোতিষীরা একে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণকারীদের জীবনে পরীক্ষার পাশাপাশি নতুন কিছু সুযোগ সুবিধাও আসতে পারে। যদিও এগুলি ব্যক্তিগত জন্মছকের উপরে সেরকম নির্ভর করে না। তবুও জ্যোতিষীরা বলছে, গ্রহণ পরবর্তী সময়ে ইতিবাচক কিছু পরিবর্তন আসবে।