সৌভিক মুখার্জী, কলকাতা: আশ্বিন আর কার্তিক মাস মানে হিন্দু ধর্মের মধ্যে ধর্মীয় জাগরণের মাস। কার্তিক মাসের পূর্ণিমাকে (Kartik Purnima 2025) আরও বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। কারণ, এই পূর্ণিমাতেই ঘটা করে আয়োজন হয় কার্তিক পুজোর। তবে এবছর অর্থাৎ ২০২৫ সালে কার্তিক পূর্ণিমা কবে পড়ছে? ৪ নাকি ৫ নভেম্বর? কখন লাগছে পূর্ণিমা আর কখন ছাড়াচ্ছে? আজকের প্রতিবেদনে এই সম্পর্ক বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
২০২৫ সালে কার্তিক পূর্ণিমা কবে পড়ছে?
বিশুদ্ধ শুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, এবছর অর্থাৎ ২০২৫ সালে কার্তিক মাসের পূর্ণিমা লাগছে ৪ নভেম্বর, মঙ্গলবার রাত ১১ঃ৩৭ মিনিটে আর পূর্ণিমা তিথি ছাড়াচ্ছে ৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬:৪৯ মিনিটে। তাই আগামীকাল অর্থাৎ ৫ নভেম্বর, বুধবার পূর্ণিমা তিথি বিরাজ করবে। আর কার্তিক পূর্ণিমার উপবাস এই দিনই পালন করা হবে। মোদ্দা কথা, কার্তিক পুজো হবে আগামীকাল, অর্থাৎ ৫ নভেম্বর।
বলাবাহুল্য, কার্তিক পূর্ণিমার দিন গঙ্গায় দান এবং স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। এমনকি এই দিন অভাবীদের যদি দান করা হয়, তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি ভগবান বিষ্ণুর সঙ্গে ভগবান শিবেরও পুজো করা হয়। আর কার্তিক পুজো তো হয়ই। এছাড়াও এই বিশেষ দিনটিতে ভগবান লক্ষ্মী নারায়ণের অভিষেক করা উচিৎ। তাহলে জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যায়।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
কার্তিক পূর্ণিমার পূজা পদ্ধতি
কার্তিক মাসের এই বিশেষ দিনটিতে খুব ভোরবেলা স্নান করতে হবে। তারপর ভগবান গণেশের ধ্যান করা উচিৎ। এরপর উপবাসের শপথ নেওয়ার পর উপাসনালয় ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর কাঠের একটি পিড়িতে হলুদ কাপড় বেছে নিতে হবে। এরপরই ভগবান বিষ্ণু ও দেবী লক্ষী-গণেশ এবং ভগবান শিবের মূর্তি স্থাপন করতে হবে। তারপর প্রত্যেককেই পালা করে স্নান করানো উচিৎ এবং নতুন পোশাক অর্পণ করাতে হবে। এর পাশাপাশি একটি ঘি এর প্রদীপ জ্বালান এবং পূর্ণিমার উপবাস পাঠ করতে হবে। তারপর আরতি করে পুজোর সময় যে কোনও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। সবশেষে সকলকে প্রসাদ নিবেদন করতে হবে। এগুলি করলেই সফলভাবে সম্পন্ন হবে কার্ত্তিক পূর্ণিমার উপবাস।












