২০২৫ সালে মা দুর্গার আগমন ও গমন কীসে? শুভ নাকি অশুভ সংকেত, জেনে নিন

Published:

Durga Puja 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালি সর্বকালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja 2025) কাউন্টডাউন। আর মাত্র একমাস পরেই আসছেন মা দুর্গা। পঞ্জিকা হাতে পেয়ে বাঙালির প্রথম দৃষ্টি যায় দুর্গাপুজোর তারিখের দিকে। তবে শুধুমাত্র পুজোর দিনক্ষণ নয়, বরং শাস্ত্র মতে দেবীর আগমন ও গমন কোন বাহনে হচ্ছে, তার উপর নির্ভর করে শুভ-অশুভ ইঙ্গিত।

২০২৫-এ কী কী থাকছে দেবীর বাহন?

পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে, এ বছর অর্থাৎ ২০২৫ সালে মা দুর্গার আগমন হবে গজ অর্থাৎ হাতিতে। শাস্ত্র মতে, গজে আগমন মানেই সুখ-শান্তি, সমৃদ্ধি আর শস্য শ্যামলার প্রতীক। অর্থাৎ, কৃষিক্ষেত্রে প্রচুর উন্নতি, প্রাচুর্য এবং মঙ্গলজনক বার্তা নিয়ে এবার দেবীর আগমন হচ্ছে।

তবে গমন কীসে হচ্ছে? পঞ্জিকা বলছে, ২০২৫-এ দেবীর গমন হবে দোলায় অর্থাৎ পালকিতে। আর দোলায় আগমন বা গমন মানেই মহামারী, মড়কের আশঙ্কা। অর্থাৎ, আগমন শুভ হলেও গমন অশুভ ইঙ্গিত বহন করছে।

তবে আমরা যদি একটু বিগত বছরের দিকে তাকাই, তাহলে দেখতে পাব ২০২৪-এ দেবীর আগমন হয়েছিল দোলায় আর গমন হয়েছিল ঘোড়ায়। পাশাপাশি ২০২৩-এ পরিস্থিতি আরো কঠিন ছিল। কারণ সেবার আগমন ও গমন দুটোই হয়েছিল ঘোড়ায়, অর্থাৎ যুদ্ধ, অশান্তি ও বিপ্লবের ইঙ্গিত নিয়ে এসেছিল দেবী দুর্গা।

কোন বাহন কীসের প্রতীক?

উল্লেখ্য হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। দোলা বা পালকিতে আগমন মানেই মোরগ বা মহামারীর সংকেত পাশাপাশি নৌকাতে আগমন মানে বন্যার পথিক তবে অনেক ক্ষেত্রে প্রভার ফসলানো বার্তা দেয়। গজ কিংবা হাতিতে আগমন মানে শান্তি সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক আর ঘোড়াই আগমন মানে যুদ্ধ সামাজিক অস্থিরতা কিংবা বিপ্লবের ইঙ্গ

২০২৫-এ দুর্গাপুজো কত তারিখে?

প্রসঙ্গত এবারের দূর্গাপুজোর ক্যালেন্ডারটি ঠিক নিন্মরূপ—

  • মহালয়া পড়ছে ২১ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার,
  • মহা পঞ্চমী পড়ছে ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার,
  • ষষ্ঠী পড়ছে ২৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার,
  • সপ্তমী পড়ছে ২৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার,
  • অষ্টমী পড়ছে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার,
  • নবমী পড়ছে ১ অক্টোবর অর্থাৎ বুধবার এবং
  • দশমী পড়ছে ২ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার।

আরও পড়ুনঃ বড়সড় অঘটনের ইঙ্গিত? মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ থেকে ভেঙে পড়ল ভাংয়ের মুখোশ

উল্লেখ্য, এ বছর অর্থাৎ ২০২৫ সালে লক্ষ্মীপুজো পড়ছে ৬ অক্টোবর অর্থাৎ সোমবার এবং কালীপুজো ২০ অক্টোবর অর্থাৎ সোমবার। পাশাপাশি ভাইফোঁটা পড়বে ২৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার।

এক কথায় এবারে দুর্গাপুজোতে দেবীর আগমন যেমন শান্তি, সমৃদ্ধির বার্তা দিচ্ছে, অন্যদিকে দোলায় গমন হওয়ায় কিছুটা অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে পঞ্জিকার ভবিষ্যৎবাণী যাই হোক না কেন, বাঙালির কাছে দুর্গাপুজো মানেই মিলন আর আনন্দের উৎসব। আর সেভাবেই আশা করি এবার দুর্গাপুজো কাটবে…!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join