বাংলা বছর ১৪৩২ সনে বিয়ের শুভ দিনগুলি কবে? দেখে নিন পঞ্জিকা হিসাবে সময়সূচি

Updated on:

Wedding Dates in 1432

সৌভিক মুখার্জী, কলকাতা: যেকোনো শুভ কাজ সারতে গেলে শুভ সময় জানা সব থেকে জরুরী। আর জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত হল বিয়ে। প্রত্যেক মা-বাবা বা অভিভাবকই চান, যেন সন্তানের বিবাহিত জীবন সুখের হয়। আর সেই কারণেই অতীতকাল থেকেই সাধারণ মানুষ পুরোহিতদের সঙ্গে কথা বলে এবং পঞ্জিকা ঘেঁটে ঠিক করে নেয়, বিয়ের জন্য কোন সময় বা কোন দিন উপযুক্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পঞ্জিকা মতে, লগ্ন থেকে যদি  চতুর্থ, পঞ্চম বা দশম কুণ্ডলীতে বৃহস্পতি অথবা শুক্র গ্রহ অবস্থান করে, তাহলে সেই সমস্ত লগ্নের দোষ বিনাশ হয় এবং বিবাহিত জীবন সুখের হয়। আজকের প্রতিবেদনে আমরা জানব, চলতি ১৪৩২ সালের বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী কোন মাসের কোন কোন দিন বিয়ে করার জন্য শুভ (Wedding Dates in 1432)। 

বৈশাখ মাস

যদিও বৈশাখ মাসে ইতিমধ্যে কেটে গিয়েছে, তবে আমরা বৈশাখ মাস দিয়েই শুরু করছি। এই মাসের বিয়ে করার জন্য সঠিক সময় ছিল—

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
  • ৪ বৈশাখ, ইংরেজি ১৮ এপ্রিল, শুক্রবার। 
  • ২৮ বৈশাখ, ইংরেজি ২২ এপ্রিল, মঙ্গলবার এবং 
  • ১৫ বৈশাখ, ইংরেজি ২৯ এপ্রিল, মঙ্গলবার।

জ্যৈষ্ঠ মাস

জৈষ্ঠ মাস কেটে গেলেও বলে রাখা ভালো, চলতি বছরের জ্যৈষ্ঠ মাসে বিয়ে করার শুভ দিনগুলো ছিল— 

  • ৩ জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮ মে, রবিবার।
  • ৪ জ্যৈষ্ঠ, ইংরেজি ১৯ মে, সোমবার।
  • ৯ জ্যৈষ্ঠ, ইংরেজি ২৪ মে, শনিবার।
  • ১৮ জ্যৈষ্ঠ, ইংরেজি ২ জুন, সোমবার এবং 
  • ২৮ জ্যৈষ্ঠ, ইংরেজি ১২ জুন, বৃহস্পতিবার। 

আষাঢ় মাস

চলতি আষাঢ় মাসে বিয়ে করার যে শুভ দিনগুলি রয়েছে, সেগুলি হল—

  • ১ আষাঢ়, ইংরেজি ১৬ জুন, সোমবার।
  • ১৯ আষাঢ়, ইংরেজি ৪ জুলাই, শুক্রবার। 
  • ২১ আষাঢ়, ইংরেজি ৬ জুলাই, রবিবার এবং 
  • ২৭ আষাঢ়, ইংরেজি ১২ জুলাই, শনিবার।

শ্রাবণ মাস

আসন্ন শ্রাবণ মাসে বিয়ে করার শুভ দিনগুলি হল—

  • ৪ শ্রাবণ, ইংরেজি ২০ জুলাই, রবিবার। 
  • ৫ শ্রাবণ, ইংরেজি ২১ জুলাই, সোমবার।
  • ১৫ শ্রাবণ, ইংরেজি ৩১ জুলাই, বৃহস্পতিবার। 
  • ১৬ শ্রাবণ, ইংরেজি ১১ আগস্ট, শুক্রবার এবং 
  • ২৪ শ্রাবণ, ইংরেজি ৯ আগস্ট, শনিবার।

ভাদ্র মাস

ভাদ্র মাসে যদিও সবার বিয়ে হয় না, তবে এই মাসে বিয়ে করার কিছু শুভ দিন রয়েছে। সেগুলি হল— 

  • ১ ভাদ্র, ইংরেজি ১৮ আগস্ট, সোমবার।
  • ৭ ভাদ্র, ইংরেজি ২৪ আগস্ট, রবিবার।
  • ৮ ভাদ্র, ইংরেজি ২৫ আগস্ট, সোমবার। 
  • ১১ ভাদ্র, ইংরেজি ২৮ আগস্ট, বৃহস্পতিবার। 
  • ১৮ ভাদ্র, ইংরেজি ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। 
  • ১৯ ভাদ্র, ইংরেজি ৫ সেপ্টেম্বর, শুক্রবার।
  • ২৩ ভাদ্র, ইংরেজি ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার এবং 
  • ২৮ ভাদ্র, ইংরেজি ১৪ সেপ্টেম্বর, রবিবার।

আশ্বিন মাস

আশ্বিন মাসেও সকলের বিয়ে হয় না। তবে এ মাসেও কিছু শুভ দিন থাকছে বিয়ে করার জন্য। আর সেগুলি হল—

  • ৯ আশ্বিন, ইংরেজি ২৬ সেপ্টেম্বর, শুক্রবার। 
  • ১০ আশ্বিন, ইংরেজি ২৭ সেপ্টেম্বর, শনিবার।
  • ১৫ আশ্বিন, ইংরেজি ২ অক্টোবর, বৃহস্পতিবার।
  • ১৬ আশ্বিন, ইংরেজি ৩ অক্টোবর, শুক্রবার।
  • ২৪ আশ্বিন, ইংরেজি ১১ অক্টোবর, শনিবার এবং 
  • ২৯ আশ্বিন, ইংরেজি ১৬ অক্টোবর, বৃহস্পতিবার।

কার্তিক মাস

কার্তিক মাসেও একইভাবে সকলের বিয়ে হয় না। তবে এই মাসেও থাকছে কিছু শুভ দিন। আর সেগুলি হল—

  • ১ কার্তিক, ইংরেজি ১৮ অক্টোবর, শনিবার।
  • ৪ কার্তিক, ইংরেজি ২১ অক্টোবর, মঙ্গলবার।
  • ৫ কার্তিক, ইংরেজি ২২ অক্টোবর, বুধবার।
  • ৭ কার্তিক, ইংরেজি ২৪ অক্টোবর, শুক্রবার।
  • ১১ কার্তিক, ইংরেজি ২৮ অক্টোবর, মঙ্গলবার।
  • ১২ কার্তিক, ইংরেজি ২৯ অক্টোবর, বুধবার।
  • ২৯ কার্তিক, ইংরেজি ১৫ নভেম্বর, শনিবার।

অগ্রহায়ণ মাস

অগ্রহায়ণ মাসে যে বিয়ের শুভ দিনগুলি রয়েছে, সেগুলি হল—

  • ৮ অগ্রহায়ণ ইংরেজি, ২৪ নভেম্বর, সোমবার।
  • ৯ অগ্রহায়ণ, ইংরেজি ২৫ নভেম্বর, মঙ্গলবার।
  • ১০ অগ্রহায়ণ, ইংরেজি ২৬ নভেম্বর, বুধবার।
  • ১৩ অগ্রহায়ণ, ইংরেজি ২৯ নভেম্বর, শনিবার।
  • ১৪ অগ্রহায়ণ, ইংরেজি ৩০ নভেম্বর, রবিবার। 
  • ১৯ অগ্রহায়ণ, ইংরেজি ৫ ডিসেম্বর, শুক্রবার। 
  • ২৪ অগ্রহায়ণ, ইংরেজি ১০ ডিসেম্বর, বুধবার এবং 
  • ২৫ অগ্রহায়ণ, ইংরেজি ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার।

মাঘ মাস

চলতি বছরের মাঘ মাসে বিয়ের যে শুভ দিনগুলো পড়েছে, সেগুলি হল— 

  • ৫ মাঘ, ইংরেজি ১৯ জানুয়ারি, সোমবার।
  • ১০ মাঘ, ইংরেজি ২৪ জানুয়ারি, শনিবার।
  • ১৯ মাঘ, ইংরেজি ২ ফেব্রুয়ারি, সোমবার এবং 
  • ২০ মাঘ, ইংরেজি ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

আরও পড়ুনঃ এবছর ২০২৫ এ দুর্গাপূজো কবে পড়ছে? রইল মহালয়া, পঞ্চমী থেকে দশমি পর্যন্ত দিনক্ষণ ও সময়সূচি

ফাল্গুন মাস

ফাল্গুন মাসে বিয়ের শুভ দিনগুলি হল—

  • ১ ফাল্গুন, ইংরেজি ১৪ ফেব্রুয়ারি, শনিবার। 
  • ১৯ ফাগুন, ইংরেজি ৪ মার্চ, বুধবার।
  • ২৪ ফাল্গুন, ইংরেজি ৯ মার্চ, সোমবার এবং 
  • ২৫ ফাল্গুন, ইংরেজি ১০ মার্চ, মঙ্গলবার।

তবে হ্যাঁ, এক্ষেত্রে জানিয়ে রাখি, বাংলা বছর অনুযায়ী পৌষ মাস এবং চৈত্র মাসের কোনোরকম বিয়ে হয় না। এই দুই মাসে কোনও বিয়ের শুভ লগ্ন নেই। তবে পঞ্জিকার তারিখ বা বারে ভিন্নতা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই পঞ্জিকা হিসাবে সময়সূচি দেখে নিয়ে সিদ্ধান্তের পথে এগোনো উচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group