এবছর ভাদ্রপদ অমাবস্যা কত তারিখে পড়ছে? দেখে নিন দিনক্ষণ, সময়সূচী ও তিথি পালনের নিয়ম

Published:

Updated:

Bhadrapada Amavasya 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: শ্রাবণ আর আশ্বিনের মাঝের ভাদ্রপদ অমাবস্যা (Bhadrapada Amavasya 2025) হিন্দুধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ধর্মীয় রীতিতে এই দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কিংবা পিন্ডদান বা কুশ সংগ্রহের জন্য অত্যন্ত পবিত্র বলেই গণ্য করা হয়। তবে এ বছর কবে পড়ছে ভাদ্রপদ অমাবস্যা? সময়সূচি কী রয়েছে? জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

কেন ভাদ্রপদ অমাবস্যা এত গুরুত্বপূর্ণ?

হিন্দু ধর্মে ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ায়, অমাবস্যার মাহাত্ম্য অনেকটাই বেশি। আর এদিন পিতৃপূজা ও কুশ সংগ্রহ করা হয় বলে কথিত রয়েছে। সেই সূত্র ধরেই এদিন সংগৃহীত কুশ অর্থাৎ সবুজ ঘাস দ্বাদশ বছর পর্যন্ত যেকোনো শ্রাদ্ধ বা পূজায় ব্যবহার করা যায়। ধর্মগ্রন্থ বলছে, বিশেষ করে যদি দিনটি সোমবার পড়ে, তাহলে গুরুত্ব আরো বাড়ে।

এ বছর কবে পড়ছে ভাদ্রপদ অমাবস্যা?

পঞ্জিকা ঘেঁটে জানা গেল, এ বছর অর্থাৎ 2025 সালে ভাদ্রপদ অমাবস্যা পড়ছে আগামী 23 আগস্ট, শনিবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 22 আগস্ট রাত 11:58 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 23 আগস্ট সকাল 11:38 মিনিটে। সেই সূত্র ধরে অমাবস্যা তিথি পালিত হবে 23 আগস্ট অর্থাৎ শনিবার।

ভাদ্রপদ অমাবস্যায় করণীয় আচারবিধি

এদিন সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা বা অন্য কোনো পবিত্র জলাশয়ে স্নান করে সূর্য দেবতাকে জলের অর্ঘ দিতে হবে। পাশাপাশি জলে তিল ভাসিয়ে দিতে হবে। এরপর নদীর তীরে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান করে দরিদ্রদের অন্য, বস্ত্র বা দান সামগ্রী দিতে হবে। এতে পিতৃলোক শান্তি পাবে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের কবে পড়ছে শ্রাবণ পূর্ণিমা? দেখে নিন দিনক্ষণ, সময়সূচি ও নিয়মবিধি

জ্যোতিষ বলছে, এই দিন কালসর্ব দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ উপাসনাও করা যায়। আর সন্ধ্যাবেলায় পিপল গাছের নীচে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে সাতবার পরিক্রম করলে পূর্ব পুরুষদের আত্মা শান্তি পায়। শুধু তাই নয়, এই অমাবস্যা তিথি শনিদেবের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এদিন শনিদেবের পূজা করলেও সুফল মেলে।

প্রাচীন ধর্মশাস্ত্রে এই অমাবস্যাকে কুশোৎপতিনী অমাবস্যা হিসেবেও পালন করা হত। কারণ, এই দিন কুশ সংগ্রহ করা হয়। আর সেটিকে ধর্মীয় মতে শুভ বলেই মানা হয়। বিশেষ করে এই দিনটি সোমবার পড়লে সেই কুশ 12 বছর পর্যন্ত পবিত্রতা ধরে রাখে বলে ধর্মগ্রন্থে কথিত রয়েছে। পাশাপাশি যারা সন্তানের মঙ্গল কামনা বা সন্তান লাভের আশায় ব্রত করেন, তাদের জন্য এই ভাদ্রপদ অমাবস্যার গুরুত্ব অপরিসীম।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join