এবছর গনেশ চতুর্থী কবে? দেখুন তিথি-নক্ষত্র, দিনক্ষণ ও পূজা করার নিয়ম

Published on:

Ganesh Chaturthi 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ভাদ্র মাসের চতুর্থী মানেই অলৌকিক ঘটনা! হ্যাঁ, এদিনই বিশ্বের বুকে ঘনিষ্ট হয়েছিল গণপতি বাপ্পা! আর সে কারণেই এই বিশেষ দিনটিতে দেশজুড়ে পালিত হয় গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2025)। দেশের মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক, অন্ধপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সবজায়গায় গণপতি বাপ্পার আরাধনা করেন এদিন হাজার হাজার ভক্ত। শুধু ধর্মের দিক থেকে নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক দিক থেকেও এই দিনটি শুভ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে পড়ছে গণেশ চতুর্থী 2025? | Ganesh Chaturthi 2025 Date And Time |

পঞ্জিকা বলছে, এবার ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে 26 আগস্ট 2025 দুপুর 1:54 মিনিটে। আর শেষ হবে আগামী 27 আগস্ট দুপুর 3:44 মিনিটে। আর সেই হিসাব অনুযায়ী, গণেশ চতুর্থী পালন করা হবে 27 আগস্ট 2025, বুধবার।

তবে পুজোর সময় নিয়ে যদি কথা বলি, তাহলে ভগবান গণেশের পুজোর শ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল 11:05 থেকে দুপুর 1:39 মিনিট পর্যন্ত। আর এই সময়ের মধ্যে গণপতি বাপ্পার আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেই বিশ্বাস করেন অনেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দিনের শুভক্ষণগুলি কখন?

জানিয়ে দিই, এদিন সূর্যোদয় হবে সকাল 5:57 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:48 মিনিটে। পাশাপাশি চন্দ্রদয় হবে সকাল 9:28 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 8:56 মিনিটে। ব্রহ্মমুহূর্ত শুরু হচ্ছে ভোর 4:28 মিনিটে এবং ছাড়াবে 5:12 মিনিটে। বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 2:31 মিনিটে এবং থাকবে 3:22 মিনিট পর্যন্ত। এর পাশাপাশি নিশীথ মুহূর্ত শুরু হচ্ছে রাত 12:00 থেকে এবং শেষ হচ্ছে রাত 12:45 মিনিটে।

আরও পড়ুনঃ এবছর কবে পড়ছে কামিকা একাদশী? জেনে নিন তিথি, দিনক্ষণ, শুভ মুহূর্ত ও পূজার নিয়ম

কীভাবে পূজা করবেন?

এদিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে ঘরের মন্দিরে বা গণেশ মূর্তির সামনে প্রদীপ জ্বালাতে হবে। পাশাপাশি গণেশের সামনে গুড় বা দুর্বাঘাস নিবেদন করতে পারেন। আখের রস দিয়ে গণেশ ঠাকুরের পূজা করলে খুবই উপকার বলে মনে করা হয়। শুধু তাই নয়, “ওম গণ গণপতয় নমঃ” মন্ত্রটিকে 108 বার জপ করারও চেষ্টা করুন। এই সমস্ত নিয়ম মেনে যদি পূজা করতে পারেন, তাহলে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং জীবনে সুখ-শান্তি ফিরে আসে ও সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group