সৌভিক মুখার্জী, কলকাতা: কারাগারের নিস্তব্ধতা ভেঙে এদিন জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ! হ্যাঁ, ভক্তি ভরে এই রাতটিকে স্মরণ করেন হাজার হাজার ভক্ত। এক নিষ্ঠুর শাসকের রক্তচক্ষুর মধ্য দিয়েই নবজাতকের জন্ম হয়েছিল।
আর তিনিই হয়ে উঠেছিলেন ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রেমের আদর্শের কারিগর। তবে 2025 সালের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী (Janmashtami 2025) কবে পালিত হবে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে সংশয়। চলুন জেনে নেওয়া যাক সবটা আজকের প্রতিবেদনে।
এবছর কবে পড়ছে জন্মাষ্টমী? | Janmashtami 2025 Date And Time |
বেশ কয়েকটি নথি এবং পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে, 2025 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে 15 এবং 16 আগস্ট। আর এই দুই দিনই হবে মহোৎসব। কারণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র এই দুইদিনেই পড়ছে। বলে রাখি, এবার শ্রীকৃষ্ণের 5252 তম জন্মবার্ষিকী হতে চলেছে।
তিথি এবং নক্ষত্র
জানা যাচ্ছে, অষ্টমী তিথি শুরু হবে 15 আগস্ট 11:49 মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে 16 আগস্ট রাত 9:34 মিনিটে। রোহিনী নক্ষত্র শুরু হচ্ছে 17 আগস্ট ভোর 4:38 মিনিটে এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে 18 আগস্ট রাত 3:17 মিনিটে। নিশীথ পূজোর সঠিক সময় 16 আগস্ট রাত 12:03 থেকে 12:46 মিনিট পর্যন্ত। উপবাস পালনের সময় 16 আগস্ট রাত 9:34 মিনিটের পর। আর চন্দ্রদয় মুহূর্ত 16 আগস্ট রাত 10:45 মিনিটে।
কেন এই উপবাস করেন ভক্তরা?
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুধুমাত্র কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং ভক্তির উৎসব। এমনকি জীবন দর্শনের প্রতিচ্ছবি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি কংসের কারাগারে এই দিন জন্মগ্রহণ করেছিলেন। এদিন সমস্ত মঠ, মন্দির ও ভক্তদের ঘরে ঘরে লাড্ডু গোপালের জন্মোৎসব পালিত হয়। কীর্তনের ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। এমনকি বিভিন্ন স্থানে রাসলীলার আয়োজনও করা হয়।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক বাজারে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, অনেকটাই কমল ডলারের মূল্য
পূজার নিয়ম এবং রীতি
জন্মাষ্টমীর দিন ভক্তদের খুব সকালেই স্নান করে শুচি হয়ে পুজোর প্রস্তুতি নিতে হয়। পাশাপাশি ঘর এবং মন্দির পরিষ্কার করে ফুল, আলোকসজ্জা এবং বেলুন দিয়ে সাজাতে হয়। লাড্ডু গোপালকে নিয়মমাফিক স্নান করাতে হবে এবং নতুন পোশাক ও গয়না পড়াতে হবে। এরপর চন্দন তিলক দিয়ে মিষ্টি ফলমূল এবং পঞ্চামৃত নিবেদন করতে হয়। পাশাপাশি সারাদিন উপবাস থেকে ভক্তরা ভগবত গীতা পাঠ, কীর্তন এবং ভজোনের আয়োজন করতে পারে। আর নিশীথকালে শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তে গীতা নৃত্যে সকলে আনন্দে মাতেন।
তবে বলে রাখি, জন্মাষ্টমীর এই শুভ লগ্নে “ওম ক্লীম কৃষ্ণায়ে নমঃ” এবং “ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়” এই মন্ত্রদুটি উচ্চারণ করলে মনের ভিতর শান্তি ফিরে আসে এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও গভীর হয়। বিশেষ করে নিশীথ পূজায় এই মন্ত্রগুলি জপ করেই শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |