সৌভিক মুখার্জী, কলকাতা: এই দিনই বদলে যেতে পারে আপনার ভাগ্য। বছরের বারোটি অমাবস্যার মধ্যে এই অমাবস্যার মাহাত্ম্য আলাদা। প্রাচীন তন্ত্র সাধনার ইতিহাস আর কোটি কোটি ভক্তের সিদ্ধিলাভ হয় এই দিন। হ্যাঁ, আমরা বলছি কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya 2025) কথা।
ভাদ্র মাসের এই তিথি শুধুমাত্র সাধারণ কোনো অমাবস্যা নয়, বরং এটি হল তন্ত্রসাধনার শ্রেষ্ঠ রাত, যা সাধকদের কাছে “তারা রাত্রি” নামেই পরিচিত। তবে এ বছর অর্থাৎ 2025 সালে কবে পড়ছে কৌশিকী অমাবস্যা? কী রয়েছে তিথি-নক্ষত্র? চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করছি।
2025 সালে কৌশিকী অমাবস্যা কবে? | Kaushiki Amavasya 2025 Date And Time |
পঞ্জিকা ঘেঁটে জানা গেল, এ বছর অর্থাৎ, 2025 সালে কৌশিকী অমাবস্যা পড়ছে 5 ভাদ্র, শুক্রবার, অর্থাৎ ইংরেজি 22 আগস্ট, 2025। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22 আগস্ট সকাল 11:55 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 23 আগস্ট, শনিবার সকাল 11:24 মিনিটে।
কৌশিকী আমাবস্যার রাতের মাহাত্ম্য কোথায়?
পূরণে কথিত রয়েছে, এই রাতে দেবী কৌশিকী অর্থাৎ মা তারা শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দৈত্যকে বধ করেছিল। তাই এই রাত্রি শুধুমাত্র কোনো তিথি নয়, বরং মা তারার এক প্রকাশকাল। তন্ত্র মতে, কৌশিকী আমাবস্যা হল সেই রাত, যখন স্বর্গ ও পাতালের দরজা কিছুক্ষণের জন্য খোলে। আর এই সময় সাধকরা সাধনার মাধ্যমে ইচ্ছামতো শক্তি আহরণ করেন। এমনকি সমস্ত দুঃখ, বিবাদ থেকে মুক্তি পাওয়া যায়।
এদিন ভক্তদের চোখমুখ জুড়ে শুধু একটাই নাম থাকে, তারাপীঠ। বীরভূমির এই সিদ্ধী পিঠে প্রতিবছর কৌশিকী অমাবস্যার দিন বিরাট তন্ত্র পূজা ও মেলার আয়োজন করা হয়। বামা খ্যাপা নাকি এই রাতে সিদ্ধি লাভ করেছিলেন বলে কথিত রয়েছে। এদিন সারারাত ধরে তারা মায়ের আরাধনা, তন্ত্র সাধনা, তর্পণ এবং পিন্ডদান করা হয়। পাশাপাশি মহাশ্মশান ও মন্দির চত্বর জুড়ে জেগে থাকে লক্ষ লক্ষ মানুষ। শুধু তাই নয়, বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও তান্ত্রিকরা এদিন তারাপীঠে ছুটে আসেন শুধুমাত্র মা তারার আরাধনা করতে।
কবে এখন এবং কখন পূজা করলে বেশি পূর্ণ লাভ হয়?
তারাপীঠ মন্দিরের এক পুরোহিত জানিয়েছেন, অমাবস্যা তিথি শুরুর আগে যখন সূর্যের তেজ তেমন থাকে না, তখনই পূজার জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। তবে যারা সময় ম্যানেজ করতে পারবেন না, তারা সন্ধ্যা বেলায় ঠাকুর ঘরে বা মন্দিরে মা তারাকে পূজা দিতে পারেন। তাহলেও সিদ্ধি লাভ হবে। তবে হ্যাঁ, অবশ্যই লাল জবা ফুল অর্পণ করতে হবে। আর সেই সঙ্গে তর্পণ, পূর্ব পুরুষদের উদ্দেশ্যে দান, প্রদীপ প্রজ্বলন, সবকিছুই এই পূর্ণ তিথিতে করতে পারেন।
আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে পড়ছে জগদ্ধাত্রী পূজা? দেখুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র ও পূজার নিয়ম
কৌশিকী অমাবস্যা কাদের জন্য?
বলে রাখি, এই পূর্ণ তিথি শুধুমাত্র তান্ত্রিকদের জন্য নয়, বরং যারা জীবনের কঠিন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাদের জন্যও এই অমাবস্যা। পাশাপাশি যাদের পরিবারে অশান্তি, আর্থিক টানাটানি বা অসুস্থতা লেগে থাকে, তারাও এদিন আরাধনা করে। আর যারা কোনো অশুভ শক্তি থেকে পরিত্রাণ চান, তাদের জন্য এই রাত মোক্ষম সুযোগ। শুধুমাত্র বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে মা তারার সামনে বসলেই এদিন ভাগ্য বদলে যেতে পারে।