২০২৫ সালে কত তারিখে পড়ছে নবরাত্রি? দেখে নিন সময়সূচী, দিনক্ষণ ও আচারবিধি

Published on:

Navratri 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দুধর্মে নবরাত্রির (Navratri 2025) মধ্যে এক আধ্যাত্মিক মর্ম লুকিয়ে রয়েছে। হ্যাঁ, দেবী দুর্গার নয়টি রূপের আরাধনার মাধ্যমে এই উৎসব পালন করা হয়। নয় রাত ব্যাপী এই পুজো শুধুমাত্র ধর্মীয় ভক্তির জন্য নয়, বরং অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আগমনেরও বার্তা। তবে প্রশ্ন থাকছে, ২০২৫ সালে নবরাত্রি কত তারিখে পড়ছে এবং কীভাবে পালন করবেন? জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।

২০২৫ সালে কত তারিখে পড়ছে নবরাত্রি?

নবরাত্রি মানেই নয় রাত পালন। সেই অনুযায়ী, ২০২৫ সালের নবরাত্রির তালিকা নিন্মরূপ—

  • প্রথম দিন- ২২ সেপ্টেম্বর, সোমবার অর্থাৎ প্রথমা। এইদিন ঘট স্থাপন করতে হবে এবং শৈলপুত্রী পুজো করতে হবে।
  • দ্বিতীয় দিন- ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থাৎ দ্বিতীয়া। এই দিন চন্দ্র দর্শন করতে হবে, পাশাপাশি ব্রহ্মচারিণী পুজো করতে হবে।
  • তৃতীয় দিন- ২৪ সেপ্টেম্বর, বুধবার অর্থাৎ তৃতীয়া। এইদিন চন্দ্রঘণ্টা পুজো করতে হবে।
  • চতুর্থ দিন- ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থী। এই দিনটিকে বিনায়ক চতুর্থী হিসেবে পালন করা হবে।
  • পঞ্চম দিন- ২৬ সেপ্টেম্বর, শুক্রবার অর্থাৎ পঞ্চমী। এই দিনটি কুষ্মাণ্ডা পুজো করতে হবে এবং উপাং ললিতা ব্রত পালন করা হবে।
  • ষষ্ঠ দিন- ২৭ সেপ্টেম্বর, শনিবার অর্থাৎ ষষ্ঠী। এইদিন স্কন্দমাতা পুজো করতে হবে।
  • সপ্তম দিন- ২৮ সেপ্টেম্বর, রবিবার অর্থাৎ সপ্তমী। এইদিন দেবী কাত্যায়নীর পুজো করতে হবে।
  • অষ্টম দিন- ২৯ সেপ্টেম্বর, সোমবার অর্থাৎ অষ্টমী। এইদিন সরস্বতীর আরাধনা করতে হবে, পাশাপাশি কালরাত্রি পুজো করতে হবে।
  • নবম দিন- ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থাৎ নবমী। এইদিন সরস্বতী পুজো, দুর্গা অষ্টমী, মহাগৌরী পুজো, সন্ধিপুজো সবকিছুই করতে হবে। তবে সন্ধিপুজোর সময় বিকেল ৫ঃ৪২ থেকে ৬ঃ৩০ মিনিট পর্যন্ত।

নবরাত্রির তাৎপর্য

শারদীয়া নবরাত্রির সঙ্গে দেবী দুর্গার মহিষাসুর বধের সম্পর্ক জড়িত রয়েছে। তাই এটি শুধুমাত্র উপবাস নয়, বরং আত্মসংযম থেকে শুরু করে ভক্তি ও আধ্যাত্মিকতার জাগরণ। আবার দেবী দুর্গার পরবর্তী উৎসব দীপাবলীর সঙ্গেও এর যোগ রয়েছে।

আরও পড়ুনঃ ২০২৫ সালে মা দুর্গার আগমন ও গমন কীসে? শুভ নাকি অশুভ সংকেত, জেনে নিন

কীভাবে পালন করবেন নবরাত্রি ২০২৫? | How to Celebrate Navratri 2025 |

নবরাত্রি পালন করার জন্য অবশ্যই প্রথমে কলস বসিয়ে দেবী দুর্গাকে আহ্বান করতে হবে। প্রতিদিন দেবীর এক-একটি রূপের আরাধনা করতে হবে ফুল, ফল, ধুপ, প্রদীপ দিয়ে। অনেক ভক্ত উপোষ বা নবরাত্রির দিন নিরামিষ খাবার গ্রহণ করে। বিশেষ করে গুজরাট ও মহারাষ্ট্রে লোকনৃত্য অনুষ্ঠিত হয়। আর অষ্টমী, নবমীতে কুমারী কন্যাদের দেবীর প্রতিরূপ হিসেবে পূজা করা হয়। পাশাপাশি বিজয় দশমীতে দেবীর প্রতিমা নদী বা জলে বিসর্জন দিয়ে নবরাত্রির মহাসমাপ্তি ঘটানো হয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥