সৌভিক মুখার্জী, কলকাতা: ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। কারণ এই দিনই পালিত হয় রাধাষ্টমী (Radha Ashtami 2025)। হ্যাঁ, বৃন্দাবনের আলোকপ্রভার মধ্য দিয়ে শ্রী রাধারানীর আবির্ভাব হয়েছিল এই দিনই। তাই এই দিনটিকেই রাধাষ্টমী বা রাধা জয়ন্তী হিসাবে পালন করা হয়।
এইদিন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার উপাসনা করলে ভক্তের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় বলে বিশ্বাস করা হয়। তবে এবছর অর্থাৎ 2025 সালে কত তারিখে পড়ছে রাধাষ্টমী? পূজার নিয়মবিধি কী রয়েছে? সময়সীমা কী রয়েছে? সবটা জেনে নিন আজকের প্রতিবেদনে।
রাধাষ্টমী 2025 কত তারিখে পড়ছে?
এবছর অর্থাৎ 2025 সালে রাধাষ্টমীর—
- অষ্টমী তিথি শুরু হচ্ছে 30 আগস্ট, 2025 রাত 10:46 মিনিটে।
- অষ্টমী তিথি শেষ হচ্ছে 1 সেপ্টেম্বর, 2025 রাত 12:57 মিনিটে।
- মধ্যাহ্ন পূজা থাকছে সকাল 11:00 থেকে দুপুর 1:38 মিনিট পর্যন্ত।
- ব্রহ্ম মুহূর্তে পড়ছে ভোর 4:29 মিনিট থেকে 5:14 মিনিট পর্যন্ত।
- অভিজিৎ মুহূর্ত পড়ছে দুপুর 11:56 মিনিট থেকে 12:47 মিনিট পর্যন্ত।
- বিজয় মুহূর্তে পড়ছে দুপুর 2:29 থেকে 3:20 মিনিট পর্যন্ত।
- গোধূলি মুহূর্ত পড়ছে সন্ধ্যা 6:44 মিনিট থেকে 7:06 মিনিট পর্যন্ত।
- নিশিথ মুহূর্ত পড়ছে রাত 11:59 মিনিট থেকে 12:44 মিনিট পর্যন্ত।
পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী
রাধাষ্টমী পূজার জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করা হয়, সেগুলি হল—ফুল ও মালা, রোলি ও অক্ষত চাল, ফল, সিঁদুর, জাফরান, ক্ষীর, গন্ধ এবং চন্দন, রাধারানীর সুন্দর পোশাক ও গহনা, আতর বা সুগন্ধি, ঘিয়ের প্রদীপ এবং পঞ্চামৃত।
আরও পড়ুনঃ নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম ওঠে সোনিয়া গান্ধীর, বিস্ফোরক দাবি BJP-র
রাধাষ্টমী পূজার নিয়মাবলী
রাধাষ্টমীর দিন সব খুব সকালবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করতে হয়। এরপর পূজার স্থানে একটি আসন রেখে তাতে রাধারানীর মূর্তি বা ছবি স্থাপন করতে হয়। তারপর সুন্দর পোশাক ও অলংকারে রাধারানীকে সাজাতে হয়। এরপর ষোড়শোপচার পদ্ধতিতে পূজা করতে হয়। সঙ্গে রাধারানীর মন্ত্র জপ করতে হবে এবং তার জন্মকথা পাঠ বা শ্রবণও করতে হবে। শেষে আরতি করে প্রসাদ হিসেবে জাফরান ও ক্ষীরসহ ভোগ নিবেদন করতে হবে।