সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দু ধর্মের প্রতিটি পূর্ণিমারই আলাদা মাহাত্ম্য রয়েছ। সেই সূত্র ধরে শারদ পূর্ণিমারও (Sharad Purnima 2025) অন্যরকম মাহাত্ম্য। আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিকে অনেকে কোজাগরী পূর্ণিমা নামেও ডাকে।
আর এটি শুধুমাত্র ঋতু পরিবর্তনের জন্য নয়, বরং পরিবারে সুখ-সমৃদ্ধি ও আর্থিক উন্নয়নের প্রতীক হিসেবেও হিন্দু ধর্মে পালিত হয়। তবে এ বছর কবে পড়ছে শারদ পূর্ণিমা? দিনক্ষণ ও তিথি নক্ষত্র কী রয়েছে? কীভাবেই বা পালন করবেন এই বিশেষ পূর্ণিমা? চলুন খুঁটিনাটি জেনে নেব আজকের প্রতিবেদনে।
শারদ পূর্ণিমার তাৎপর্য
শাস্ত্র বলছে, এই পবিত্র দিনের উপবাস তিথিতে চাঁদ, মা লক্ষী এবং ভগবান বিষ্ণুর পূজা করলে মনস্কামনা পূর্ণ হয। চন্দ্রদেব এদিন রাতে পৃথিবীতে তার সর্বোচ্চ তেজ এবং শক্তি বিকিরণ করে। তাই অনেকে বিশ্বাস করে যে, এই রাতে চাঁদের আলোতে অমৃতের ছোঁয়া রয়েছে। সেজন্যই হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটিকে ভক্তিভরে পালন করেন।
উল্লেখ্য, শারদ পূর্ণিমাকে রাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। আর এই দিনেই নাকি ভগবান শ্রীকৃষ্ণের মহারাস ঘটেছিল। বৃন্দাবনের পারসোলি গ্রামের সুর শ্যাম সরোবরের তীরে গোপীদের সঙ্গে কৃষ্ণের নৃত্য হয়েছিল এই দিন রাতেই। ভগবান শ্রীকৃষ্ণ যখন মুরালি বাজিয়েছিলেন, তখন গোপীরা সব কাজ ফেলে তার ডাকে ছুটে এসেছিলেন। গোপিরা প্রত্যেকে তাঁর সঙ্গে নাচতেও চাইছিলেন। আর সেই মাহাত্ম্যকে সাক্ষ রেখেই এই রাস পূর্ণিমা বা শারদ পূর্ণিমা পালিত হয়।
তবে এই পূর্ণিমাকে ঘিরে আরো এক অলৌকিক কাহিনী রয়েছে। হ্যাঁ, মনে করা হয় যে, ভগবান শিব স্বয়ং গোপীদের মতো রূপ নিয়ে মহারাস দেখতে এসেছিলেন। কারণ শুধুমাত্র গোপীদেরই ওই স্থানে প্রবেশাধিকার ছিল। এমনকি তিনি গোপেশ্বর রূপ ধারণ করেই এই মহানৃত্যের অংশ হয়ে উঠেছিলেন।
উল্লেখ্য, উত্তর ভারতে শারদ পূর্ণিমার রাতে বিশেষ একটি রীতি পালিত হয়। হ্যাঁ, এদিন দুধ-চালের মিষ্টি অর্থাৎ ক্ষীর রান্না করে তা খোলা আকাশের নীচে চাঁদের আলোয় রেখে খায় মানুষজন। পরদিন সেই ক্ষীর আবার ভোগ হিসেবে গ্রহণ করলে মানসিক শান্তি ও সুস্বাস্থ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুনঃ শ্রাবণের শেষ সোমবার করুন এই কাজ! প্রসন্ন হবেন মহাদেব
এবছর কবে পড়ছে শারদ পূর্ণিমা?
পঞ্জিকা ঘেঁটে জানা গেল, এবছর অর্থাৎ 2025 সালে শারদ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6 অক্টোবর দুপুর 12:30 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 7 অক্টোবর সকাল 9:16 মিনিটে। উল্লেখ্য জানিয়ে রাখি, এদিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:27 মিনিটে। আর এই বিশেষ দিনে লক্ষীদেবী, ইন্দ্র দেবের পূজা করলে পরিবারে সুস্থতা, আর্থিক সমৃদ্ধি ও মানসিক শান্তি ফিরে আসে বলেই বিশ্বাস করা হয়।