২০২৫ সালে কোন কোন তারিখে পড়ছে পূর্ণিমা? দেখুন তারিখ, সময়সূচি, তিথি-নক্ষত্র

Published:

Updated:

Purnima 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আকাশ ভরা ঝলমলে আলো, আর চারিদিক নিস্তব্ধতা, পূর্ণিমার রাত মানে যেন মোহময় প্রকৃতি, আর ধর্মীয় আবহে ভরা! হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে শুভ দিন বলেই মনে করা হয়। কারণ এই দিন ভক্তরা উপবাস করেন, আর ভগবান সত্যনারায়ণের পুজো করেন। এমনকি পুরাণে কথিত রয়েছে, এদিন নাকি সবার মনস্কামনা পূর্ণ হয়!

তবে কেন গুরুত্বপূর্ণ এই পূর্ণিমার দিন? ২০২৫ সালে কোন কোন দিন পূর্ণিমা (Purnima 2025) পড়ছে এবং সঠিক তিথি-নক্ষত্র ও দিনক্ষণ কী রয়েছে? চলুন দেখে নেওয়া যাক এক নজরে এই পূর্ণিমার মাহাত্ম্য এবং নিয়মকানুন ও সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে।

পূর্ণিমা মানেই আলাদাই শান্তি

পূর্ণিমা মানেই চাঁদের সম্পূর্ণরূপ, অর্থাৎ সম্পূর্ণ গোলাকার ও ঝলমলে। এদিন চাঁদকে আলোর দেবতুল্য মনে করা হয়। দক্ষিণ ভারতে একে পৌর্ণমী ব্রত বলা হয়। আবার উত্তর ভারতে পূর্ণিমা ব্রত বলা হয়। বিশেষ করে মানসিক শান্তির জন্য চন্দ্র দেবতাকে এই পূর্ণিমা তিথিতে আরাধনা করে হাজার হাজার ভক্ত।

জ্যোতিষশাস্ত্র বলছে, চন্দ্র মানসিক অবস্থা, জল এবং কল্পনার প্রতীক। যাদের কুন্ডলীতে চন্দ্র খারাপ অবস্থানে থাকে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তাদের পূর্ণিমায় চাঁদের পূজা করলে বিশেষ উপকার হয়। কারণ রাহু, কেতু এবং শনির কুপ্রভাব বিনাশ হয়।

পূর্ণিমাতে পূজো করার নিয়ম

পূর্ণিমা ব্রতর দিন সারাদিন উপবাস থাকতে হয়। আর সূর্যোদয়ের পর থেকে চন্দ্র দর্শন পর্যন্ত কিছু না খেয়েই দিন কাটিয়ে রাতে সত্যনারায়ণ পুজো করা হয়। এমনকি পুজোর পর চাঁদকে অর্ঘ্য প্রদান করা হয়। এতে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা সব দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। পাশাপাশি জীবন থেকে কুপ্রভাব কেটে যায়।

আরও পড়ুনঃ বাংলা বছর ১৪৩২ সনে বিয়ের শুভ দিনগুলি কবে? দেখে নিন পঞ্জিকা হিসাবে সময়সূচি

পূর্ণিমা ২০২৫, কোন কোন দিন কোন কোন তিথিতে? | Purnima 2025 Date And Time |

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন কোন দিন পূর্ণিমা পড়ছে এবং সঠিক সময় ও তিথি-নক্ষত্র কি রয়েছে—

  1. পৌষ পূর্ণিমা- ১৩ জানুয়ারি, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৩ তারিখ সকাল ৫:০৩ মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে ১৪ তারিখ রাত ৩:৫৬ মিনিটে। 
  2. মাঘী পূর্ণিমা- ১২ ফেব্রুয়ারি, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১১ তারিখ সন্ধ্যা ৬:৫৫ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১২ তারিখ সন্ধ্যা ৭:২২ মিনিটে। 
  3. ফাল্গুনী পূর্ণিমা- ১৩ মার্চ, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৩ তারিখ সকাল ১০:৩৫ মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে ১৪ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে। 
  4. চৈত্র পূর্ণিমা- ১২ এপ্রিল, ২০২৫। পূর্ণিমা শুরু হচ্ছে ১২ তারিখ রাত ৩:২১ মিনিটে এবং পূর্ণিমা শেষ হচ্ছে ১৩ তারিখ সকাল ৫:৫১ মিনিটে। 
  5. বৈশাখী পূর্ণিমা- ১২ মে, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১১ তারিখ রাত ৮:০১ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১২ তারিখ রাত ১০:২৫ মিনিটে।
  6. জৈষ্ঠ্য পূর্ণিমা- ১১ জুন, ২০২৫। পূর্ণিমা শুরু হচ্ছে ১০ তারিখ সকাল ১১:৩৫ মিনিটে এবং পূর্ণিমা ছাড়াচ্ছে ১১ তারিখ দুপুর ১:১৩ মিনিটে।
  7. আষাঢ় পূর্ণিমা- ১০ জুলাই, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১০ তারিখ রাত ১:৩৬ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছাড়াচ্ছে ১১ তারিখ রাত ২:০৬ মিনিটে। 
  8. শ্রাবণ পূর্ণিমা- ৯ আগস্ট, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৮ তারিখ দুপুর ২:১২ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছাড়াচ্ছে ৯ তারিখ দুপুর ১:২৪ মিনিটে।
  9. ভাদ্রপদ পূর্ণিমা- ৭ সেপ্টেম্বর, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৭ তারিখ রাত ১:৪১ মিনিটে এবং পূর্ণিমা ছাড়াচ্ছে ৭ তারিখ রাত ১১:৩৮ মিনিটে।
  10. আশ্বিনী পূর্ণিমা- ৬ অক্টোবর, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছাড়াচ্ছে ৭ তারিখ রাত ৯:১৬ মিনিটে।
  11. কার্তিক পূর্ণিমা- ৫ নভেম্বর, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৪ তারিখ রাত ১০:৩৬ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছড়াচ্ছে ৫ তারিখ সন্ধ্যা ৬:৪৮ মিনিটে।
  12. মার্গশীর্ষ পূর্ণিমা- ৪ ডিসেম্বর, ২০২৫। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৪ তারিখ সকাল ৮:৩০ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছাড়াচ্ছে ৫ তারিখ ভোর ৪:৪৩ মিনিটে।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join